promotional_ad

বিগ ব্যাশের চেয়ে পিএসএল অনেক ভালো: পন্ট

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর ভেতর বেশ জনপ্রিয় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। তবে বিদেশী ক্রিকেটারের উপস্থিতি কম হবার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়নি টুর্নামেন্টটি। 


সেই জনপ্রিতার ঘাটতি থেকে বের হয়ে আসতে মরিয়া বিগ ব্যাশের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন এক নিয়ম প্রবর্তন করেছে সিএ। টুর্নামেন্টটিতে এখন থেকে একাদশে তিন বিদেশি খেলাতে পারবে দলগুলো। 


promotional_ad

এর আগে প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারতো। তবে ৬ জন খেলোয়াড়কে স্কোয়াডে রাখা গেলেও একাদশে রাখা যেত মাত্র ২ জন বিদেশিকেই।


নতুন প্রবর্তিত এই নিয়মের কারণে ইতোমধ্যেই বেশ সমালোচনার শিকার হতে হচ্ছে সিএকে। তবে একে স্বাগত জানাচ্ছেন অনেকেই। অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে তাল মিলিয়ে বিগ ব্যাশে পরিবর্তন আনাকে স্বাগত জানাচ্ছেণ তাঁরা।


নতুন এই নিয়মকে স্বাগত জানিয়েছেন প্রখ্যাত ফাস্ট বোলিং কোচ এবং সাবেক ইংলিশ পেসার ইয়ান পন্ট। কিন্তু তিনি মনে করেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের তুলনায় অনেক ভালো।


সম্প্রতি এক টুইটার বার্তায় এমনটাই জানান সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তিনি লিখেন,  'এটা (নিয়মের পরিবর্তন) দরকার ছিল। কেননা গত দুই বছর ধরে স্ট্যান্ডার্ড অনেক নেমে গেছে। পিএসএল অনেক বেশি ভাল লীগ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball