promotional_ad

ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে করোনা পজিটিভ!

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডর বিপক্ষে ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে ধাক্কা খেল সংযুক্ত আরব আমিরাত। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই ক্রিকেটার। যার মধ্যে আছেন সহ অধিনায়ক চিরাগ সূরিও। আরেকজন বাঁহাতি স্পিনার আরিয়ান লাকরা। 


শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনা পজিটিভ আসা দুজনই ইতোমধ্যে আইসোলেশনে আছেন। তাদের বিকল্প নেয়া হবে কিনা তা নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।


promotional_ad

ইসিবি জানায়, 'আয়ারল্যান্ড সিরিজের আগে ক্রিকেটার করোনা পরীক্ষা করানো হয়। যেখানে পজিটিভ আসেন দলের দুই ক্রিকেটার। ইতোমধ্যে তাদের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন।'


'এই খবরটি সিরিজের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিশ্চিত বলতে পারছি না। কারণ আজ থেকেই সিরিজ মাঠে গড়াচ্ছে। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। তবে আমরা সতর্ক আছি। আর কেউ পজিটিভ আসেনি' আরও যোগ করেন তারা।


ইনজুরি কাটিয়ে ??ই সিরিজ দিয়ে মাঠে ফিরছিলেন চিরাগ সূরি। আর ১৭ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ছিলেন লাকরা। এছাড়া এই সিরিজে আরও নতুন মুখ আছেন ৩জন। এরা হলেন আলিশান শারাফু, কাশিফ দাউদ এবং আদিত্য শেট্টি।


চলতি সিরিজ সিরিজ শেষ করে সেখানেই থেকে যাবে আইরিশরা। কারণ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে তাদের। এই সিরিজ শেষে দেশে ফিরবে অ্যান্ডি বালবির্নির দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball