promotional_ad

আয়ারল্যান্ড স্কোয়াডে পরিবর্তন, বাংলাদেশে আসছেন না প্রধান কোচও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আয়ারল্যান্ড উলভস। সিরিজে অংশ নিতে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আইরিশরা। সিরিজে ১টি চারদিনের ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।


আসন্ন এই সিরিজকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে সাদা ও লাল বলের আলাদা আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে বাংলাদেশে আসার আগে নিজেকে সরিয়ে নিয়েছেন চার দিনের ম্যাচের জন্য অধিনায়কত্ব পাওয়া জর্জ ডকরেল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


যদিও তাঁর পরিবর্তে বাংলাদেশে কাকে পাঠানো হবে সেটা জানায়নি তাঁরা। ডকরেলের সঙ্গে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান কোচ পিট জনস্টন। তাঁর বদলি হিসেবে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে কোচিং প্যানেলের দায়িত্ব সামলাবেন গ্রাহাম ফোর্ড এবং স্টুয়ার্ট বার্নেস। তাঁদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সফরের না যাওয়ার জন্য আমরা জর্জের সিদ্ধান্তকে সম্মান করি এবং পারিবারিক কারণে পিটের বিষয়টিও বুঝতে পারছি। খেলোয়াড়রা এবং কোচিং প্যানেল করোনা প্রটোকলের মাঝে ভ্রমণে ব্যস্ত ছিল। আমরা সামনে একটি প্রতিযোগিতামূলক ক্রিকেটীয় মাসের অপেক্ষায় রয়েছি।’


promotional_ad

সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে একমাত্র চারদিনের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস। পরবর্তীতে একই ভেন্যুতে ৫, ৭, ৯ মার্চ সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল। ১২ ও ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭, ১৮ মার্চ।


আয়ারল্যান্ড উলভস স্কোয়াড:


মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, পিটার চেজ, গ্যারেথ ডেলানি, স্টিফেন ডোহেনি, জোনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হিউম, জেরেমি ল'লর, জশ লিটল, জেমস ম্যাককুলাম, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।


আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফর ২০২১ এর সূচি-


চার দিনের ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি-১ মার্চ, চট্টগ্রাম


১ম ওয়ানডে- ৫ মার্চ, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ৭ মার্চ, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ৯ মার্চ, চট্টগ্রাম
৪র্থ ওয়ানডে- ১২ মার্চ, মিরপুর
৫ম ওয়ানডে- ১৪ মার্চ, মিরপুর


১ম টি-টোয়েন্টি- ১৭ মার্চ, মিরপুর
২য় টি-টোয়েন্টি- ১৮ মার্চ, মিরপুর



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball