১০০'র আগে সাজঘরে এইচপির ৪ ব্যাটসম্যান
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়
৭ মার্চ ২৫
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে লড়ছে হাই পারফরম্যান্স দল। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে এইচপি।
সংক্ষিপ্ত স্কোর: ৯৬/৪ (ওভার ২৬) ( হৃদয় ৩৬*, শামিম ৮*, সাইফ ৩১, অ্যাডায়ার ২/২০)

১০০'র আগে সাজঘরে এইচপির ৪ ব্যাটসম্যান
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি এইচপি। দলীয় ১৭ রানের সময় ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন মাহমুদুল হাসান জয়। দুজনকেই ফেরান মার্ক অ্যাডায়ার।
এদিন থিতু হতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ২৪ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর সাইফ হাসান ও তৌহিদ হৃদয় মিলে দলের প্রতিরোধ গড়েন। ৪৯ বলে ৩১ রান করে সাইফ রান আউটে কাটা পড়লে ভাঙে তাঁদের দুজনের ৪২ রানের জুটি।
এইচপি: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, আকবর আলী, রকিবুল হাসান, শামিম হোসেন, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন এবং শাহাদাত হোসেন দিপু (দ্বাদশ ক্রিকেটার)।
আয়ারল্যান্ড উলভস: জেমন ম্যাককলাম, রোহান প্রিটোরিয়াস, স্টিফেন দোহানি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, শেন গেটক্যাট, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, নেইল রক, হোয়াইট এবং জশুয়া লিটল।