যেভাবেই হোক ম্যাচ শেষ করতে হবে: শামীম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আশিকুরের সেঞ্চুরির পর দিপুর দৃঢ়তায় বাংলাদেশের দিন
১৬ ঘন্টা আগে
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাট হাতে দলকে জয় এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ পর্যন্ত মাঠে থেকে তিনি যেভাবে ম্যাচ শেষ করে এসেছেন সেটা চোখে পড়ার মতো। একজন ফিনিশার হিসেবে ম্যাচ শেষ করে আসা ও দলকে এগিয়ে নেয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
করোনাকালীন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে খুব বেশি সফল হতে না পারলেও ফিল্ডিং দিয়ে নজর কেড়েছিলেন এই অলরাউন্ডার। চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৩৯ বলে অপরাজিত ৫৩ রান করে বাংলাদেশ ইমার্জিং দলের জয় নিশ্চিত করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তরুণ এই ব্যাটসম্যান। শুরুতে সাইফ হাসান সেঞ্চুরি তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দিলেও শেষ দিকে শামীমের ঝড়ো জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল। সেদিন ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। যেখানে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন তিনি।
ফিনিশার হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম বলেন, ‘ব্যাটিংয়ে আমার পজিশন নাম্বার সিক্স। আমি চাই যে, ফিনিশ করতে যেভাবেই হোক আর দলকে এগিয়ে নিতে। এটাই আমার টার্গেট থাকে।’
করোনার কারণে প্রথম ওয়ানডেটি স্থগিত হলেও পরের দুটি জিতে সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার মাঠে নামবে সাইফের দল। যেখানে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি।
শামীম বলেন, ‘প্রথমে বলবো আমাদের টিমটা অনেক ভালো। আমরা যেহেতু প্রথম দুইটা ম্যাচ জিতছি, আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। আমরা চাইবো কালকের ম্যাচটা জিততে।’