নিজের শক্তির জায়গা ব্যবহার করেই সফল সুমন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরিশালের বিপক্ষে জিতেও ঢাকার বিদায়
১৯ ডিসেম্বর ২৪
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম দিকের ম্যাচগুলোতে লাইন-লেন্থ বজায় রেখে ভালো বোলিং করলেও প্রত্যাশা অনুযায়ী উইকেট পাচ্ছিলেন না সুমন খান। তবে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
আইরিশদের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সুমন। যেখানে বল হাতে ভালো করতে মুখিয়ে তরুণ এই পেসার। এর আগে আইরিশদের বিপক্ষে সাফল্যের পেছনের কথা বলতে গিয়ে সুমন জানিয়েছেন, নিজের শক্তির জায়গা ব্যবহার করেই সফল তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সুমন বলেন, ‘হ্যাঁ, আসলে সবসময় উন্নতি করার জন্যই কাজ করে যাই, কোচের আছে, তার সহায়তার জন্যই ভালো হচ্ছে। প্রত্যেকটা দিন নতুন একটা দিন থাকে, তো চেষ্টা করি নতুন কিছু শেখার, প্রক্রিয়া ঠিক রাখার। তো এভাবেই গত দুইটা ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বিশ্বাস ছিল নিজের মধ্যে ভালোভাবে ফিরতে পারব। সেই দিক থেকেই আলহামদুলিল্লাহ ভালো করছি।’
তিনি আরও বলেন, ‘নতুন বলে বল করার জন্য কোচ একটা কথাই বলেছে দুর্বল বল না করে, স্টাম্পে আক্রমণ করতে হবে। তো সেটাই চেষ্টা করি ।আমার যে সুইং আছে, আমার শক্তির জায়গাতে থাকি। আর স্লগের ক্ষেত্রে চিন্তা করি বোলিং বৈচিত্রে ইয়র্কারে আমি ভালো, ব্যাক হ্যান্ড ভালো পারি, অফ কাটার ভালো পারি, এগুলোর উপর নির্ভর থাকি। আমি আমার শক্তির জায়গাতেই থাকি।’
২২ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএলের এবারের আসর। ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টে নিজের পরিকল্পনা নিয়ে সুমন বলেন, ‘সামনে যেহেতু লাল বলের ক্রিকেট শুরু হবে, এনসিএল শুরু হচ্ছে তো পরিকল্পনা হলো সেখানে ভালো করার চেষ্টা থাকবে। ইনশাআল্লাহ ভালো কিছুই করব।’
বাংলাদেশ ইমার্জিং দলটি ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সুমন। এই জায়গাতে অনেক কিছু শেখার সঙ্গে অভিজ্ঞতা অর্জন এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের জায়গা পাওয়া কিংবা আন্তর্জাতিক অঙ্গনে দাপট দেখাতেও এটি গুরুত্বপূর্ণ বলে দাবি তাঁর।
তিনি বলেন, ‘এটা আসলে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ওঠার অন্যতম একটা প্লাটফর্ম। কারণ এখান থেকেই প্রত্যেকটা খেলোয়াড় ফোকাস হয়, তাঁর শেখার কিছু থাকে, অভিজ্ঞতা অর্জন করা, মানসিকভাবে শক্তিশালী হওয়া। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের জন্য। ভবিষ্যতে জাতীয় দল হোক, বড় পর্যায়ে খেলা হোক, আন্তর্জাতিক পর্যায়ে দাপট দেখানো হোক সবকিছুর জন্য এই প্লাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ।’