শ্রীলঙ্কা চ্যালেঞ্জ জয় করে ভাগ্য ফেরাতে চান মুমিনুল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের
৩০ এপ্রিল ২৫
শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টেস্টে জয় পেলেও সামগ্রিক পরিসংখ্যানে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে এখন পর্যন্ত খেলা ১২ টেস্ট খেলা বাংলাদেশের জয় কেবল একটিতেই। এ ছাড়া একটি ম্যাচে ড্র করতে পেরেছিল টাইগারার। এমন পরিসংখ্যানের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স।
টেস্টে নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ছাপ রেখেছে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। সর্বশেষ ৯ টেস্টের আটটিতে হার পাওয়া বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে। এমন প্রতিকূল অবস্থাতে শ্রীলঙ্কাতে বড় চ্যালেঞ্জ থাকলেও সেটা উতরে গিয়ে ইতিবাচক ফল করতে চান মুমিনুল হক।

সর্বশেষ ইংল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা বরাবরই ভালো দল। এ ছাড়া ক্যারিবীয় সফরেও টেস্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে লঙ্কান ক্রিকেটাররা। যে কারণে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে নিজেদের ভাগ্য ফেরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিতে চান অধিনায়ক মুমিনুল। সেই সঙ্গে সেটা উতরেও যেতে চান তিনি।
ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টিতে ড্র দিপু-রাকিবুলদের চার দিনের ম্যাচ
২ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল বলেন, ‘আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো রেজাল্ট করতে হবে।’
হারের বৃত্তে ডুবে থাকলেও শ্রীলঙ্কাতে ভালো খেললে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন মুমিনুল। তবে সেটার জন্য প্রতিটি সেশন ভালো খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া নির্দিষ্ট একটা দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট খেলতে পারলে জয় আসলেও ড্র করা সম্ভব বলে জানান টেস্ট অধিনায়ক। সেই সঙ্গে খারাপ করলে যে নিজেদের বিপক্ষে ফল যাবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
মুমিনুল বলেন, ‘আপনার কাছে যদি মনে হয় জয় যদি দূরের ব্যাপার হয়, আমি যদি বলি আমার জন্য, আমি যদি ওইভাবে ফুল অ্যাফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ফলাফল পেছনে গিয়ে হয়েছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে।’
‘যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র'ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি; তিনি আরও যোগ করেন।’