তিন টেস্টের ফাইনাল চান শাস্ত্রী
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী
১৭ মে ২৫
ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় টেস্ট ফরম্যাটকে। সেই মর্যাদাপূর্ণ ফরম্যাটকে আরও জনপ্রিয় করে তুলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।
আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হবে প্রথম আসরের ফাইনাল। তবে এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল এক ম্যাচের হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। ভারতের এই প্রধান কোচ মনে করেন, তিন ম্যাচের ফাইনাল হলে সবচেয়ে ভালো হবে।

১ জুন বোর্ডের সভায় ২০২৪ থেকে ২০৩১ সালের ৮ বছরের চক্রে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মাঝের দুই বছরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ নয়ে থাকা দলগুলো ৬টি করে সিরিজ খেলার সুযোগ পাবে।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
যেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা দল দুটি ফাইনাল খেলার সুযোগ পাবে। বর্তমান অনুযায়ী ফাইনালে মাত্র একটি টেস্ট দিয়ে শেষ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ। সেখানেই আপত্তি প্রকাশ করেছেন শাস্ত্রী। তাঁর মতে, এমন টুর্নামেন্টের ফাইনাল এক ম্যাচের না হয়ে তিন ম্যাচের হওয়া উচিত।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘এই প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। যদি গুরুত্বের কথা বলেন, তবে এটা সবচেয়ে বড় তা নিয়ে সন্দেহ নেই। এটা এমন একটা ফরম্যাট, যেটা আপনার যথাযথ পরীক্ষা নেয়। দলগুলো সারা বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে খেলে তবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘তিন ম্যাচের ফাইনাল খেলা হলে সম্ভবত সবচেয়ে ভালো হতো। তবে এক ম্যাচর ফাইনাল আলাদা বিষয়। ছেলেরা তাদের অধিকার অর্জন করেছে। এটা রাতারাতি তৈরি হয়নি। এই ছেলেরা দীর্ঘদিন ধরেই এক নম্বর।’