promotional_ad

ক্ষমা চেয়েও পার পেলেন না রবিনসন, নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

৬ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

ক্ষমা চেয়েও পার পেলেন না অলি রবিনসন। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন ডানহাতি এই পেসার। মূলত ৮-৯ বছর আগের পুরনো বর্ণবাদী ও ‘সেক্সিস্ট’ টুইটের কারণে তাঁকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


অভিষেকের দিনই ২০১২-১৩ সালের সময়কার টুইটগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে তৎক্ষণাৎ সমালোচনা শুরু হয়। লর্ডস টেস্টের প্রথম দিন শেষেই এই ঘটনা তদন্ত করার কথা জানিয়েছিলেন ইসিবির প্রধান নির্বাহী। কিন্তু এখন পর্যন্ত তদন্ত নিয়ে কোন তথ্য দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড।


যে কারণে সেই ঘটনার তদন্তের ফল না আসা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে রবিনসনকে। ফলে অভিষেকে আলো ছড়িয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ২৭ বছর বয়সি এই পেসার। আপাতত তাঁকে সাসেক্স দলে সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।


promotional_ad

লর্ডসে কিউইদের বিপক্ষে অভিষেক দুই ইনিংসে মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন রবিনসন। এ ছাড়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ররি বার্নসের সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন তিনি। যেখানে দলটির হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছিলেন এই ইংলিশ পেসার।


লর্ডসের প্রথম দিনে ২ উইকেট নিয়ে অভিষেকটা দারুণ হলেও দিনের শেষে সমালোচনা শুনতে হয় ৮-৯ বছরের পুরনো টুইট নিয়ে। সেসব পুরনো টুইটগুলো ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য। ফলে প্রথম দিন শেষে লিখিত ও ভিডিও বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।


যেখানে রবিনসন বলেছিলেন, ‘এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনটিতে আমি বিব্রত আট বছর আগের বর্ণবাদী ও সেক্সিস্ট টুইটের জন্য, যা আজকে প্রকাশ্য হয়ে ছড়িয়ে পড়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি বর্ণবাদী ও সেক্সিস্ট নই। নিজের কাজের জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত ও এমন মন্তব্যের জন্য লজ্জিত।”


‘আমি অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন ছিলাম এবং তখন আমার মানসিক অবস্থা যেমনই থাকুক, তা কোনো অজুহাত হতে পারে না। তবে ওই সময়ের পর আমি মানুষ হিসেবে পরিণত হয়েছি ও ওই টুইটগুলোর জন্য পুরোপুরি দুঃখপ্রকাশ করি। গত কয়েক বছরে জীবনকে নতুনভাবে গড়তে কঠোর পরিশ্রম করেছি এবং যথেষ্ট পরিণত হয়েছি বলে মনে করি।’


রবিনসনের টুইটগুলো দেখে নাকি বিশ্বাসই করতে পারেননি জো রুট। ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক মনে করেন, রবিনসনের ঘটনাটি সবার জন্যই শিক্ষা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার সঙ্গে খেলাটায় স্বস্তির আবহ এনে দিতে হবে।


ম্যাচ শেষে রুট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে টুইটগুলো বিশ্বাসই করতে পারিনি। বুঝতে পারছিলাম না, এসব কীভাবে নেওয়া উচিত। ওই সময়টায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অলি আমাদের ড্রেসিং রুমের অংশ ও তার পাশে থাকতে হতো আমাদের।’


তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমাদের সবার জন্যই বড় শিক্ষা যে খেলাটায় আমাদের আরও অনেক কিছু করার আছে। নিজেদের শিক্ষিত করে যেতে হবে আমাদের, সবার জন্য আরও ভালো পরিবেশ গড়ে তুলতে হবে, যতটা সম্ভব ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অসাধারণ এই খেলাটায় সবাইকে স্বস্তির আবহ দিতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball