promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

আগামী ১৮ জুন থেকে মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ফাইনালের আগে মঙ্গলবার (৮ জুন) ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির আয়োজিত প্রথম আসরের ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংউর্থ এবং মাইকেল গফ।


promotional_ad

গুরুত্বপূর্ণ এই টেস্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ক্রিস ব্রড। আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটেলবুর্ফ ও চতুর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ারফ। তাঁরা সবাই আইসিসির এলিট প্যানেলের অর্ন্তভুক্ত।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

বৈশ্বিক মহামারির মধ্যেও এলিট প্যানেলের ম্যাচ অফিসিয়ালদের পাওয়ায় সন্তুষ্ট ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ প্রসঙ্গে আইসিসির সিনিয়র ম্যানেজার(আম্পায়ার এবং রেফারি) আদ্রিয়ান গ্রিফথ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের অভিজ্ঞ দল ঘোষণা করতে পেরে আমরা সন্তুষ্ট।’


তিনি আরও বলেন, ‘মহামারির ফলে এই সময়টা একেবারে সহজ ছিল না। কিন্তু আমরা সৌভাগ্যবান যে, আমাদের একদল অফিসিয়াল এই মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে মাঠে দারুণভাবে কাজ করছে। আমরা তাদের শুভ কামনা জানাই।’


বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংলিশদের ডেরায় পৌঁছেছে ভারত। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে বিরাট কোহলির দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball