এখনই ৭ নম্বরে দেখা যাচ্ছে না জেমিসনকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
টেস্ট ক্রিকেটের প্রতিটি দলের ৭ নম্বরে একজন বিশেষজ্ঞ অলরাউন্ডার খেলেন। যিনি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন। নিউজিল্যান্ডও এমন একজনের খোঁজে রয়েছে।
কিউইদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কাইল জেমিসন। তবে এখন সাত নম্বরে খেলার মতো ভরসা অর্জন করতে পারেননি জেমিসন। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আশা করছি আমরা ভবিষ্যতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো যে সে সাত নম্বরে ব্যাট করার যোগ্য। আমার মনে হয় না সে এখনও সেই পর্যায়ে এসেছে। কাইলের ওপর আমার অনেক বিশ্বাস আছে। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমাদের হাতে সুযোগ।'
যদিও ভবিষ্যতে জেমিসনকেই সাত নম্বরে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কিউই কোচ। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৮ জুন ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
এই ম্যাচে আইজাজ প্যাটেলকে সাত নম্বরে দেখছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল। তাঁর বিশ্বাস প্যাটেল নিউজিল্যান্ড দলের প্রত্যাশা পূরণ করতে পারবেন।
তিনি বলেন, 'আইজাজ প্যাটেলকে দলে নিতে হবে এবং তাকে সাউদাম্পটনে খেলাতে হবে।' ব্যাট হাতে সাদা পোশাকে জেমিসনের ব্যাটিং গড় ৪৭। এমন সক্ষমতার কারণে তাকে সাত নম্বরে খেলানো নিয়ে আলোচনা হচ্ছে।
যদিও তাকে নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান কিউই কোচ। স্টেড বলেন, 'আমি নিশ্চিত নই, আমি আরও দেখতে চাই। আমি ধারণা করছি দলের ভারসাম্য দেখে এটা বিবেচনা করা হবে।'