promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে 'পেনাল্টি শুট-আউট' চান গাভাস্কার!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

১০ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া, আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনের খেলা চলছে। এর মধ্যে দুদিন গেছে বৃষ্টির পেটে। বাকি দুইদিনও খেলা হয়নি পুরনো ৯০ ওভার। এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই একদিন রিজার্ভ ডে রেখেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।


ষষ্ঠ দিন খেলা হলেও এই ম্যাচের ফলাফলের সম্ভাবনা নেই বললেই চলে। এর ফলে ভাগাভাগি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। এদিকে ফাইনালে জয়ী-পরাজিত নির্ধারণে বিকল্প উপায়ের কথা ভাবতে আইসিসিকে পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার।


promotional_ad

ফুটবলে পেনাল্টি শুড আউট থাকে, টেনিসে থাকে ট্রাইব্রেকারের মতো পদ্ধতি। টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালেও এমন কিছু চাইছেন তিনি। গাভাস্কার বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে, সে ক্ষেত্রে জয়ী কীভাবে নির্ধারণ করা হবে, সেটার জন্য একটা ফর্মুলা থাকা উচিত। আইসিসির ক্রিকেট কমিটির উচিত এ নিয়ে ভাবা, কোনো একটা সিদ্ধান্ত নেয়া।’


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

গাভাস্কার এই টেস্টের ফলাফল ড্র দেখছেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘দেখে মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র-ই হবে। আর ট্রফিটা ভাগাভাগি হবে। একটা ফাইনালে শিরোপা ভাগাভাগির কাণ্ড ক্রিকেট এই প্রথমবার দেখবে। দুই দিনের মধ্যে তিন ইনিংস শেষ করা মুশকিল হবে। হ্যাঁ, যদি দুই দলই খুবই বাজে ব্যাটিং করে, তাহলে হয়তো শুধু তিন ইনিংস শেষ করা সম্ভব।’


শিরোপা ভাগাভাগির চেয়ে ফলাফলের জন্য ফুটবল থেকে পেনাল্টি শুট আউট বা টেনিসের ট্রাই ব্রেকারের পদ্ধতি ধার করার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, ‘ফুটবলে ড্র ম্যাচে ফল বের করার জন্য পেনাল্টি শুট–আউট বা অন্য উপায় আছে। টেনিসে পাঁচটি সেটে টাইব্রেকারের ব্যবস্থা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball