promotional_ad

জাতীয় দলে আলো ছড়িয়ে দ্য হান্ড্রেডে কনওয়ে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ

২৭ নভেম্বর ২০
ডেভন কনওয়ে

জাতীয় দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ানোর পর ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে সুযোগ পেলেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার মার্কোস স্টয়নিসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে সাউদার্ন ব্রেভ।


চলতি বছরের ২১ জুলাই মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের প্রথম আসর। আন্তর্জাতিক সূচির সাংঘর্ষিক ও কোভিড-১৯ সময়ে ভ্রমণ জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টয়নিস। 


অস্ট্রেলিয়ার এই তারকা দুই ক্রিকেটারের খেলার কথা ছিল সাউদার্ন ব্রেভের। তাঁরা দুজন নিজেদের সরিয়ে নেয়ায় স্টয়নিসের বদলি হিসেবে কনওয়ে ও ওয়ার্নারের জায়গায় কুইন্টন ডি কককে দলে নিয়েছে তাঁরা। 


promotional_ad

কনওয়ে টুর্নামেন্টের শুরু থেকে থাকলেও প্রথম ম্যাচ মিস করতে পারেন ডি কক। কারণ সেই সময় আয়াল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সাউদার্নের তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন আন্দ্রে রাসেল।


আরো পড়ুন

রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক

৮ মে ২৫
লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের আরেকটি হাফ সেঞ্চুরি, ফাইল ফটো

আন্তর্জাতিক সূচির কারণে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে পুরো মৌসুম পাবে না দলটি। কারণ সেই সময় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে আতিথেয়তা দেবে ক্যারিবীয়রা। যে কারণে স্বল্প সময়ের জন্য তাঁর বিকল্প খুঁজছে তাঁরা। 


ক্রিকেট ক্যারিয়ার গড়তে দক্ষিণ আফ্রিকা ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন কনওয়ে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। যার শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তাঁর।


অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন কনওয়ে। এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলে ৭৫ গড়ে করেছেন ২২৫ রান। ১৪টি টি-টোয়েন্টি খেলা কনওয়ে করেছেন ৪৭৩ রান। যেখানে তাঁর গড় প্রায় ৬০ এবং স্ট্রাইক রেট দেড়শোর বেশি। ইংল্যান্ডের মাটিতেও ব্যাট হাতে সফল কনওয়ে।


যদিও সেটা সাদা পোশাকের ক্রিকেটে। লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলেছিলেন ৮০ রানের দারুণ এক ইনিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষেও করেছেন হাফ সেঞ্চুরি। যা দ্য হান্ড্রেডে দল পেতে তাঁকে সাহায্য করেছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball