১৮ বছর পর পাকিস্তান সফরের পরিকল্পনায় নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এ বছর অক্টোবরে দুবাইতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে বাংলাদেশের মাটিতে খেলতে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তবে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের মাটিতেও খেলতে যেতে পারে ব্ল্যাক ক্যাপসরা।
সীমিত ওভারের সিরিজ আয়োজন নিয়ে ইতোমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। চূড়ান্ত হয়ে গেলে ২০০৩ সালের পর পাকিস্তানের মাটিতে কোন সিরিজ খেলবে কিউইরা।
এর আগে ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। যদিও সেই সফরের স্মৃতি এতোটা সুখকর নয় কিউইদের জন্য। কারণ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধাননির্বাহী ডেভিড ওয়াইট দেশটির এক গণমাধ্যমকে বলেন, 'আমরা পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করছি। ইতোমধ্যে পিসিবির সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে।'
'বোর্ডের পাশাপাশি দেশটির সরকারের সঙ্গেও আমরা নিয়মিত যোগাযোগ করছি। সবঠিক থাকলে এবং নিরাপত্তা ইস্যু মনমতো হলে আমি বিশ্বাস করি এ বছরই আমরা পাকিস্তানের মাটিতে খেলব' আরও যোগ করেন তিনি।
সম্প্রতি ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড। সামনে আরও ব্যস্ত সূচি রয়েছে দেশটির। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই ৯টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও খেলার কথা রয়েছে কেন উইলিয়ামসনদের।
এছাড়া বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরেও আসবে দলটি। হয়তো এই সময়েই পাকিস্তান সফরে যেতে পারে কিউইরা। এদিকে আইপিএলের দ্বিতীয় অংশে খেলার অনুমতি পেতে পারেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
গণমাধ্যমকে হোয়াইট আরও বলেন, 'আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি আছে। তাছাড়া আমরা হয়তো ক্রিকেটারদের আইপিএলের দ্বিতীয় অংশে খেলার জন্য অনুমতি দেব। যদিও এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি।'