`শিরোপা না জিতলে তোমায় কেউ মনে রাখবে না'

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর
১৭ মিনিট আগে
জয়ের হিসেবে ভারতের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সাদা পোশাকের ক্রিকেটে ৩৩ জয় নিয়ে সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গিয়েছেন কোহলি। ওয়ানডে ফরম্যাটে নিজেকে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার সঙ্গে ভারতকেও বানিয়েছেন অনেকটা অপ্রতিরোধ্য।
ক্রিকেটার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ভারতের হয়ে এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেননি কোহলি। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাঁর। কোহলিকে ইঙ্গিত করে পাকিস্তানের সালমান বাট জানিয়েছেন, সে ভালো ক্রিকেটার হলেও শিরোপা জিততে না পারলে তাঁকে কেউই মনে রাখবে না।

ধোনির কাছে অধিনায়কত্ব নেয়ার পর কোহলির অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল ভারত। যেখানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তাঁরা। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় কোহলির দলটি। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠেও শিরোপা স্বাদ পাওয়া হয়নি ভারতের।
নিউজ্যিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে তাঁরা। কিউইদের বিপক্ষে ফাইনালে হারের পর কোহলিকে ইঙ্গিত করে বাট জানিয়েছেন, শিরোপা না জিতলে ভালো ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না। সেই সঙ্গে কোহলির অধিনায়কত্বে বেশ কিছু ঘাটতি দেখছেন তিনি।
এ প্রসঙ্গে বাট বলেন, ‘আপনি ভালো অধিনায়ক হতে পারেন কিন্তু আপনি যদি কোন শিরোপা না জিতেন তাহলে আপনাকে মানুষ মনে রাখবে না। আপনি ভালো অধিনায়ক হতে পারেন এবং আপনার পরিকল্পনাও ভালো হতে পারে কিন্তু বোলাররা সেটা কার্যকর করতে পারলো না। আপনার দলটি ভালো হওয়ার পরও সেটি ভাগ্যের ওপর নির্ভর করে। যারা টুর্নামেন্ট জেতে মানুষ তাদেরই কেবল মনে রাখে।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় আপনি ভালো অধিনায়ক নাও হতে পারেন কিন্তু আপনার দল ভালো করতে পারে এবং বড় কোন শিরোপা জিততে পারে। এটা কখনই কোন অধিনায়ককে সংজ্ঞায়িত করতে পারে না। কিন্তু অবশ্যই বিশ্বের দিক থেকে যে বড় কোন টুর্নামেন্ট জেতে সে ভালো অধিনায়ক।’