ক্যানসার আক্রান্ত শিশুর জন্য নিলামে উঠছে সাউদির জার্সি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত
১০ মে ২৫
ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ডে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে যে জার্সি পড়ে খেলেছিলেন কিউই পেসার টিম সাউদি, সেটাই এবার নিলামে উঠছে।
মূলত দুর্লভ ক্যানসারে আক্রান্ত ৮ বছরের শিধু হলি বেটির চিকিৎসার জন্য এই জার্সি নিলামে উঠানো হচ্ছে। এই দুর্লভ ক্যানসারের নাম নিউরোব্লাস্টমা।

এই জার্সিতে সাউদি ছাড়াও দলের অন্য সদস্যদের অটোগ্রাফ রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই সাউদি এই জার্সিটি শিশুটির চিকিৎসায় ব্যয় করার সিদ্ধান্ত নেন।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
এ প্রসঙ্গে সাউদি বলেছেন, 'আমি হলির এই ঘটনাটি প্রথম শুনি দুই বছর আগে আমাদের ক্রিকেট কমিউনিটিতে ও বিটি পরিবারের অধ্যাবসায়, শক্তি ও ইতিবাচক মনোভাব দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা শোনার পর আমি জানলাম তাঁর আরও ট্রিটমেন্ট লাগবে। আমি তাকে সাহায্য করার জন্য সহজ পথ খুঁজছিলাম।'
এই জার্সির বিক্রিত অর্থ হলির চিকিৎসায় কাজে লাগবে বলে বিশ্বাস সাউদির, 'আমি আশাবাদী এই জার্সি বেটি পরিবারকে চিকিৎসা চাহিদা মেটাতে কাজে লাগবে। যাতে করি হলি তাঁর লড়াই চালিয়ে যেতে পারে। একজন পিতা হিসেবে আমি সবসময় তাদের লড়াইয়ে সঙ্গে থাকবো।'
চলতি বছরই হলি এবং তাঁর মা চিকিৎসার জন্য স্পেনের বার্সেলোনায় চলে আসেন। সেখানেই হলির মস্তিষ্কের ক্যানসার ও স্পাইনাল ফ্লইডের চিকিৎসা চলছে। যদিও এই চিকিৎসার খরচ মেটাকেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।