দ্য হান্ড্রেডে মেন্টরের ভূমিকায় উইলিয়ামসন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
সম্প্রতি ইংল্যান্ডের ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। ক্রিকেটার হিসেবে না থাকলেও দ্য হান্ড্রেডের সঙ্গে যুক্ত থাকছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।
দ্য হান্ড্রেডের প্রথম আসরে বার্মিংহাম ফিনিক্সের মেন্টরের দায়িত্ব পালন করবেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। বার্মিংহামের স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন উইলিয়ামসন।
গেল ছয় মাস থেকেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন উইলিয়ামসন। যে কারণে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তাঁর। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকেও খেলতে পারেননি তিনি।

সর্বশেষ ইংল্যান্ড সফরে জো রুটদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হয়নি উইলিয়ামসনের। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছেন তিনি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা
৫ এপ্রিল ২৫
এর আগে আইপিএলের দ্বিতীয় অংশে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। যে কারণে নিজেকে পুরোপুরি ফিট রাখতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে দলটির মেন্টরের দায়িত্ব নিয়ে দ্য হান্ড্রেডের সঙ্গে থাকছেন এই কিউই ব্যাটসম্যান।
তাঁর বদলি হিসেবে ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। যিনি কিনা বর্তমানে টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন তিনি। এদিকে দেশের খেলা থাকায় দ্য হান্ড্রেড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বার্মিংহামের আরেক বিদেশি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি।