সাকিব-মুমিনুলের পরামর্শে সফল মিরাজ

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
১৫ ঘন্টা আগে
টপ অর্ডারদের কল্যাণে বাংলাদেশের বিপক্ষে দারুণভাবে প্রতিরোধ গড়েছিল জিম্বাবুয়ে। উইকেট থেকে তেমন কোন সহায়তা না পাওয়ায় বাংলাদেশের বোলাররা সুবিধা করতে পারছিলেন না। তবে তৃতীয় দিন সময় যত বেড়েছে বাংলাদেশের বোলাররা ততই স্বাগতিক ব্যাটসম্যানদের চেপে ধরেছে।
সর্বশেষ ৫১ রানে ৮ উইকেট তুলে নিয়ে জিম্ব্বুয়েকে ২৭৬ রানে গুড়িয়ে দেয় সফরকারী বোলাররা। যেখানে পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এমন সাফল্যের পেছনে সাকিব আল হাসান ও মুমিনুল হককে কৃতিত্ব দিয়েছেন তিনি। এই অফ স্পিনার জানিয়েছেন, তাঁদের দুজনের পরামর্শেই সফল হয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমরা যখন ফিল্ডিং শুরু করি, আমাদের অধিনায়ক একটা কথা বলেছিলেন, আমরা স্পিনাররা যেন রানটা বেঁধে রাখি এবং জায়গা মতো বোলিং করি। কারণ, তাদের জুটি হয়ে যাচ্ছিল। লাঞ্চের পরে কিন্তু আমরা খুব ভালো বোলিং করেছি।’
ডানহাতি এই অফ স্পিনার আরও বলেন, ‘স্পিনার ও পেসাররা যারাই বোলিং করেছি, খুব ভালো করেছি। রান চেক দিয়েছি। এক সেশনে কেবল (২৯ ওভারে) ৩৫ রান দিয়েছি এবং ৩ উইকেট পেয়েছি। আমাদের জন্য যা অনেক ভালো ছিল। অধিনায়ক বারবার বলছিলেন, উইকেট আসুক আর নাই আসুক আমরা যেন রান বেঁধে রাখি।’
ব্লেসিং মুজারাবানিকে বোল্ড আউট করে টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো পাঁচ উইকেট তুলে নেন মিরাজ। যা কিনা বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। বিদেশের মাটিতে পাঁচ উইকেট নেয়া তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দেয় বলে জানান এই অফ স্পিনার।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘অনেক দিন পর পাঁচ উইকেট পেয়েছি টেস্টে। যখন একটা বোলার পাঁচ উইকেট পায় এটা তাকে অনেক আত্মবিশ্বাস যোগায়। আর দেশের বাইরে যখন পাঁচ উইকেট পায় এটা তো আরও অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ উইকেট পেয়েছিলাম আর এবার দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলাম। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।’