promotional_ad

'টিম ম্যান' হিসেবে খেলতেই বেশি পছন্দ করি: মাহমুদউল্লাহ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অথচ টেস্টের শুরুটা মোটেও বাংলাদেশের পক্ষে ছিল না। ১৩২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে উঁকি দিচ্ছিলো আর একটি ব্যাটিং বিপর্যয়ের করুণ গল্প।


সেখান থেকে প্রথম ইনিংসে দলকে ৪৬৮ রান পর্যন্ত নিয়ে যাবার কৃতিত্ব অবশ্যই মাহমুদউল্লাহ রিয়াদের। তাকে দারুণ সঙ্গে দিয়েছেন লিটন দাস এরপর দশ নম্বরে নামা তাসকিন আহমেদ। মাহমুদউল্লাহ নিজেই করেছেন অপরাজিত ১৫০ রান।


promotional_ad

লিটন ৯৫ রান করে ফিরলেও তাসকিন খেলেছেন ৭৫ রানের অসাধারণ একটি ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হবার পর মাহমুদউল্লাহ জানালেন সবসময় টিম ম্যান হয়ে খেলতেই পছন্দ করেন তিনি। ম্যাচ জেতায় দারুণ খুশিও হয়েছেন তিনি।


ম্যাচ শেষে প্রেজেন্টেশনে রিয়াদ বলেন, 'আমি সবসময় টিম ম্যান (দলের সঙ্গে তাল মিলিয়ে খেলা) হয়ে খেলতেই পছন্দ করি। আমরা এই ম্যাটিতে জিতেছি এবং দলের সকলের মুখে হাসি দেখতে পেরে খুবই খুশি লাগছে। লিটন সত্যিই অনেক ভালো ব্যাট করেছে।'


প্রথম ইনিংসে ব্যাট করার সময় তাসকিনের সঙ্গে ৯ম উইকেট জুটিতে ১৯১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। যা কিনা ৯ম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এই জুটিটিই বাংলাদেশের পথ সহজ করে দিয়েছে।


এ প্রসঙ্গে মাহমদুউল্লাহ বলেন, 'আমি এবং তাসকিন ক্রিজে অনেক ভালো সময় কাটিয়েছি, যদিও একটা সময় সে ধৈর্য হারিয়ে ফেলেছিল। আমাদের গুরুত্বপূ্র্ণ মুহুর্তে চাপ সামলানো শিখতে হবে। আমি সময়সময়ই আমি সহজাত খেলাটা খেলতে চেয়েছি এবং যখন সুযোগ এসেছি কাজে লাগিয়েছি।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball