promotional_ad

মাহমুদউল্লাহর দেড়শ দ্বিতীয় ইনিংসে সাদমান-শান্তদের চাপ মুক্ত করেছে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে প্রায় ১৭ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ফেরার টেস্টের অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


মাহমুদউল্লাহর সেই ইনিংসের কারণে তরুণ সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তরা চাপমুক্ত হয়েছে বলে মনে করেন মুমিনুল হক। বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক জানিয়েছেন, প্রথম ইনিংসে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে তরুণরা খানিকটা চাপমুক্ত থেকে খেলতে পারে।


promotional_ad

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে উজ্জ্বল ছিল সাদমান ও শান্তর ব্যাট। সাইফ হাসান ৪৩ রান করে সাজঘরে ফিরলেও তাঁরা দুজন সেঞ্চুরির দেখা পেয়েছেন। যেখানে সাদমান অপরাজিত ১১৫ রানে আর শান্ত অপরাজিত ১১৭ রান করে। 


আরো পড়ুন

মিরাজ-তাইজুলের ব্যাটে বড় লিডে চোখ বাংলাদেশের

২৯ এপ্রিল ২৫
মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

প্রথম ইনিংসের লিডের সঙ্গে তাঁদের দুজনের ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। এদিকে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস খেলেছিলেন তাসকিন আহমেদ। সেটিও টেস্ট জেতার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস বলে দাবি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমি যদি বলি, লিটন আর রিয়াদ ভাইয়ের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১৬০ রানে (মূরথ ১৩২ রানে) ৬ উইকেট পড়ে গেছে। তখন কিন্তু একটা জুটি খুবই দরকার ছিল। রিয়াদ ভাই যে ইনিংসটা খেলেছে, সেটা দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে তাসকিনের ৭৫ খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই টেস্ট জেতার জন্য। কারণ প্রথম ইনিংসে আপনি যতো এগিয়ে থাকবেন, ওটা দ্বিতীয় ইনিংসে অনেক বেশি কাভার করে। আর প্রথম ইনিংসের কারণেই শান্ত আর সাদমান চাপ ছাড়া ব্যাটিং করতে পারছে ‘


তিনি আরও বলেন, ‘যেটা প্রতিটা দলে হওয়া উচিৎ। প্রথম ইনিংসে আপনি যদি ভাল সংগ্রহ করতে পারেন, তরুণ খেলোয়াড়দের চাপ কমে আসে। আমার মনে হয় ওরা এটা খুব ভালভাবে বুঝতে করতে পারছে। অনেক সময় অনেকেই পারে না। তরুণরা খুব ভাল বুঝতে করতে পারছে। খুব বেশি চাপ নেয় নাই, সাধারণ ক্রিকেট খেলছে। এ কারণে আমার খুব ভাল লাগছে জিনিসটা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball