promotional_ad

যে দল বেশি পাস খেলেছে তারা কেন জয়ী নয়, নিশামের প্রশ্ন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডসে ২০১৯ বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও শুকায়নি নিউজিল্যান্ডের। ইউরো কাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের হারের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) খোঁচা দিতে ছাড়েননি কিউই তারকা জিমি নিশাম।


তিনি কটাক্ষ করে বলেছেন, যে দল বেশি পাস খেলেছে, তাদের কেন জয়ী বলে ঘোষণা করা হলো না। রবিবার ইউরো কাপের ফাইনালে ইতালির মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও খেলার ফয়সালা হয়নি।


promotional_ad

শেষ পর্যন্ত যেতে হয়েছিল পেনাল্টি শুট আউটে। সেখানেই ৩-২ ব্যবধানে জিতে ইউরোর শিরোপা ঘরে তুলে ইতালি। ম্যাচটি পেনাল্টিতে গড়ানোর পরই নিশাম টুইটে লিখেন, 'পেনাল্টি শুটআউট কেন? যে দল বেশি পাস খেলেছে, তারা কেন জয়ী নয়?’


২০১৯ বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান তুলেছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকেই নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেট হারিয়ে ২৪১। এর ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে।


সুপার ওভারে আগে ব্যাট করে ১৫ রান তুলেছিল ইংল্যান্ড। সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে নিউজিল্যান্ডও তুলেছিল ১৫ রান। তবে নিউজিল্যান্ডের তুলনায় বেশি বাউন্ডারি মারায় শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপের পর আইসিসির এই উদ্ভট নিয়ম নিয়ে কম সমালোচনা হয়নি।


অবশ্য বিশ্বকাপের পরই বিতর্কিত এই নিয়ম বদলে ফেলেছে আইসিসি। বর্তমান নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে। তবে ইউরোর ফাইনালের পর নিশামের টুইট বলেই দিচ্ছে সেই হারের ক্ষত এখনও তাদের কাছে দগদগে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball