অভিজ্ঞতার বিচারে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
১ ঘন্টা আগে
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা।
মূল ম্যাচের আগে আগামী ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তিনি মনে করেন অভিজ্ঞতার বিচারেই বাংলাদেশ এগিয়ে আছে। এই সিরিজের দলে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার।
এদের প্রত্যেকেই ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। অনেক দলেই এতো অভিজ্ঞ ক্রিকেটার নেই বলে মনে করেন মোসাদ্দেক। এদিক থেকেই বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে।
মোসাদ্দেক বলেছেন, 'আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন আর সাথে তরুণরা আছে, আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলেই হয়ত এটা নেই।'
সাকিব ছাড়াও বাংলাদেশ দলে এখন অলরাউন্ডারের ছড়াছড়ি। মোসাদ্দেকের সঙ্গে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন রয়েছে। এটাই দলকে ভারসাম্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেন মোসাদ্দেক।
তিনি বলেন, 'এদিক থেকে আমি মনে করি আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে। দলের ??ন্য যা খুবই ভালো দিক।'