promotional_ad

ব্যাটসম্যানদের দাপটে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে তামিম ইকবালের দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় সংগ্রহ করেছে সফরকারীরা। তাতে ম্যাচ জিততে জিম্বাবুয়ের লক্ষ্য ২৯৭ রান।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন অধিনায়ক তামিম। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ৩৯, সাকিব আল হাসান ৩৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৩৬, আফিফ হোসেন ধ্রুব ২৮ এবং নুরুল হাসান সোহান করেছেন ১৮ রান। জিম্বােবুয়ে নির্বাচিত একাদশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন উইসলে মাধভেরে, ফারাজ আকরাম ও তানাকা শিভাঙ্গা।


আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ওপেনার তামিম ও নাইম শেখ। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি তামিম। তবে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে খেলছেন বাঁহাতি এই ওপেনার।


promotional_ad

যেখানে ব্যাট হাতে দারুণ করেছেন তিনি। একমাত্র প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ইনিংস বড় করেত পারেনি। শেষ পর্যন্ত ৬২ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন ৪৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

এর আগে অবশ্য নাইমের বিদায়ে ভাঙে তাঁদের দুজনের ৮৭ রানের উদ্বোধনী জুটি। বাঁহাতি এই ওপেনার করেছেন ৫২ বলে ২৫ রান। তিনে নামা সাকিবও ছিলেন এদিন কিছুটা ধীরগতির। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তাঁর।


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে হাফ সেঞ্চুরি করলেও একমাত্র টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশানুযায়ী জ্বলে উঠতে পারেননি। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে থিতু হলেও হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন সাকিব।


ফারাজ আকরামের বলে ফেরার আগে করেছেন ৩৭ রান। যদিও এই ইনিংসটি খেলতে ৬১ বল মোকাবেলা করতে হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। সচারাচন ওপেনিং ব্যাট করলেও এদিন চারে নেমে ব্যর্থ লিটন দাস। ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।


সতীর্থদের ব্যাটিং করার সুযোগ দিতে এদিন স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন মিঠুন ও মোসাদ্দেক। যেখানে তাঁদের দুজনের রান যথাক্রমে ৩৯ ও ৩৬। শেষ দিকে আফিফের ২৮ ও নুরুল হাসানের ১৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। 


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২৯৬/৬ (ওভার ৪০) (তামিম ৬৬, নাইম ২৫, সাকিব ৩৭,  মিঠুন ৩৯ (রিটায়ার্ড আউট), মোসাদ্দেক ৩৬ (রিটায়ার্ড আউট), আফিফ ২৮, নুরুল ১৮, ম্যাডভেরে ২/১২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball