আজকে আমাকে রান করতেই হতো: সাকিব
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
১৫ ঘন্টা আগে
৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে একাই টেনে তোলেন সাকিব আল হাসান। বাংলাদেশকে শুধু টেনেই তোলেননি সঙ্গে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে বাংলাদেশ সিরিজ জিতিয়েছেন তিনি। ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, এদিন রান করার বিকল্প ছিল না তাঁর।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর থেকেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিলো না সাকিবের। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানেডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ব্যাট হাতে ব্যর্থতা।

যা অব্যাহত ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল), ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ও সর্বশেষ সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। যে কারণে রান করতে মুখিয়ে ছিলেন সাকিব। সেই সঙ্গে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৭৫ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন সাকিব। যেখানে তাঁদের দুজনের মাঝে পঞ্চার্শো রানের জুটি হয়েছিল। মাহমুদউল্লাহর পর মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন দ্রুত বিদায় নিলে অনেকটা সঙ্গী হারা হয়ে পড়তে থাকেন সাকিব।
সেই সময় ৯ নম্বরে নেমে সাকিবকে দারুণভাবে সঙ্গে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁরা দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন। যেখানে সাকিবের অপরাজিত ৯৬ রানের বিপরীতে সাইফউদ্দিনের অবদান অপরাজিত ২৮ রান। এমন ইনিংসের জন্য সাইফউদ্দিনকে কৃতিত্বও দিয়েছেন সাকিব।
এ প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আজকে এমন একটা দিন যেখানে আমাকে রান করতেই হতো। এটি একেবারে সহজ ছিল না এবং সে যেভাবে খেলেছে তাতে সাইফউদ্দিনকে কৃতিত্ব দিতেই হয়। সে দারুণ দক্ষতা দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ওয়ানডের সঙ্গে উইকেট তুলনা করলে আজকে কিছুটা ধীরগতির ছিল এবং ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ ছিল না। সুযোগ গ্রহণ করে একজনকে স্কোর করার সুযোগ নিতেই হতো। কারণ শুরুতে আমরা কিছু উইকেট হারিয়েছিলাম।’