promotional_ad

বিশ্বকাপের কথা ভেবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখছেন তামিম

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে স্বাগতিদের বিপক্ষে টেস্টে খেলা হয়নি তাঁর। প্রথম ওয়ানডেতেও বড় রান করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বেশ খানিকটা সাবলীল ছিলেন তামিম। ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাঁকে।


ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠতেই মূলত টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেপ পেঁচিয়ে খেলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে চান না তিনি। বিশ্বকাপের আগে ফিট হতে তাই বিশ্রামে থাকতে চান। যে কারণে অহেতুক ঝুঁকির দরকার দেখছেন না বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।


promotional_ad

চলতি বছরের এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তামিম। সেই ইনজুরি নিয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ও বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি। যদিও ডিপিএলের গ্রুপ পর্ব শেষেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে।


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

মূলত হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় ডিপিএলের সুপার লিগে খেলা হয়নি তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টেপ পেঁচিয়ে খেললেও আপাতত ৮-১০ সপ্তাহের বিশ্রামের থাকবেন তিনি। টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে গিয়ে ৭-৮ মাসের জন্য ছিটকে যেতে চান না বাঁহাতি এই ওপেনার।


তামিম বলেন, ‘আমি হয়তো দেখাচ্ছিলাম না, কিন্তু আমার পায়ে প্রচুর টেপ লাগানো ছিল। এই চোট এমন যে, আমি হয়তো চালিয়ে যেতে পারব কিন্তু এটা যদি একটু বেড়ে যায় তখন সাত-আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।’


বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয় না, ওই ঝুঁকিটা আমার নেওয়ার দরকার আছে। আমি ৮ থেকে ১০ সপ্তাহ যদি পুনর্বাসনের কাজ করি, বিশ্বকাপের জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাব।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball