promotional_ad

প্রথম ছক্কার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন সৌম্য

BCB
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পেতে অবশ্য বড় অবদান রেখেছেন সৌম্য সরকার। প্রায় ৪ মাস পর জাতীয় দলে ফিরে ৪৫ বলে করেন ৫০ রান। এর আগে ২ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।


হাফ সেঞ্চুরি করলেও ৪ মাস পর খেলতে নামায় নিজের ব্যাটিং ছন্দ খুঁজে পেতে সময় লেগেছিল সৌম্যর।  প্রথম ছক্কা হাঁকিয়েই পুরনো সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে জানান তিনি। এমনকি শুরুতে ব্যাটিং করতে জড়তা লাগলেও নিজেই নিজেকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ম্যাচ সেরার পুরষ্কার গ্রহণের পর সৌম্য জানিয়েছেন সে কথা।


promotional_ad

তিনি বলেন, 'প্রথমেই বলি যে আমার মনে হয় ৪ মাস হয়ে গেছে। ৪ মাস আগে নিউজিল্যান্ডে খেলেছিলাম। তো আজকে প্রথমদিকে একটু জড়তা কাজ করছিল। আজকে উইকেটে গিয়ে দেখি প্রথম যখন কয়েকটা শট খেলছিলাম তখন হাতে চলে যাচ্ছিলো। তারপর নিজের সাথে নিজে কথা বলছিলাম যে না একটু সময় নেয়া উচিত কয়েকটা। একটা চার বা ছয় আসলে আবার নিজের মতো করে যাওয়া যাবে।'


তিনি আরো বলেন, 'তো ওটার অপেক্ষা করছিলাম তো তখন একটা আমার পছন্দের একটা বল পেয়েছি তারপর আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। আর উইকেটে নাইমের সাথে কথা হচ্ছিলো যে প্রথম দিকে যেহেতু রান হচ্ছিলো না। এক ওভারে ১০-১২ আসলে আমার পুষিয়ে নিতে পারব। তো নাইম এক ওভারে তিনটা চার মারে। তারপরই আরকি কাজটা সহজ হয়ে যায় তখন সেটা ধরে রাখার  চেষ্টা করেছি।'


সাধারণত ওপেনিংয়েই ব্যাট করে থাকেন সৌম্য। কিন্তু একাদশে লিটন দাস থাকায় প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করার কথা ছিল তার। অথচ ফিল্ডিংয়ের সময় লিটন ইনজুরিতে পরায় তিনিই আবার ওপেনিংয়ে নামেন। তার সঙ্গী হিসেবে নামেন মোহাম্মদ নাইম শেখ। তারপর দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০২ রান। নতুন সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে আগে থেকই কথা বলে নিয়েছিলেন বলেও জানান সৌম্য।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'অভিজ্ঞতা ভালো, প্রথমে তো আমার তিনে ব্যাটিং করার কথা ছিল। হঠাৎ যখন লিটন ইনজুরড হয়ে গেল ফিল্ডিং করে যখন বাইরে আসলাম, তখন কোচ বললো আমি ওপন করতে যাব। তখন আবার নিজেকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত করেছিলাম যে ঠিক আছে নতুন পার্টনার প্রথমে গিয়ে উইকেটে কথা বলে নিজের মতো ব্যাট করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball