promotional_ad

বিশ্বকাপে বোল্ট-সাউদিদের নিয়ে কাজ করবেন বন্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করছেন শেন জার্গেনশন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্গেনশনের সঙ্গে দ্বিতীয় বোলিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে শেন বন্ডকে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক এই গতি তারকা। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।


promotional_ad

বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মাঠে গড়াবে আইপিএলের এবারের স্থগিত হওয়া আসর। বন্ডের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)। ঠিক সে কারণেই জার্গেনশন থাকার পরও বন্ডকে কোচিং প্যানেলে যুক্ত করেছে তাঁরা ।


বন্ডকে নিয়োগ দেয়া প্রসঙ্গে স্টেড বলেন, ‘শেন আগেও আমাদের দলের সদস্য ছিল। যার ফলে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছি ও ভালো বুঝবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেটারদের মধ্যে সে কিছু কৌশলগত উন্নতি ঘটাবে বলে আশা করছি।’


নিউজিল্যান্ডের প্রধান কোচ আরও বলেন, ‘শেন দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে। সম্প্রতি সে আমাদের ক্যাম্পের সঙ্গেও ছিল। তাই ছেলেদের সঙ্গে আবারও কাজ করা ওর জন্য বেশ সহজ হবে।’


চলতি বছরের শুরুর দিকে বিগ ব্যাশ লিগের (বিবিএল) সিডনি থান্ডার্সের কোচের দায়িত্ব ছাড়েন বন্ড। এরপর নিউজিল্যান্ড নারী ও জাতীয় দলের শীতকালীন সফরের ক্যাম্পেও তাদের সঙ্গে ছিলেন ৪৬ বছর বয়সি সাবেক এই পেসার।


আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে জেডসি। বিশ্বকাপে সুপার টুয়েলভে বি গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। যেখানে তাঁদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাছাই পর্ব উতরে আসা দুটি দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball