বাংলাদেশে চ্যালেঞ্জ জিতলে সব জায়গায় ভালো করা সম্ভব: ব্লান্ডেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
পেস বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত হওয়ায় নিউজিল্যান্ডের জন্য উপমহাদেশের কন্ডিশন খানিকটা চ্যালেঞ্জিং। বাংলাদেশের স্লো এবং টার্নিং উইকেটের কথা বললে সেটি আরও চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ নিতে রীতিমত মুখিয়ে আছেন টম ব্লান্ডেল।
নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের দাবি, বাংলাদেশে চ্যালেঞ্জ জিততে পারলে বিশ্বের সব জায়গাতে প্রতিযোগিতা এবং ভালো করা সম্ভব। এদিকে বাংলাদেশ সফরের জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা এবং নিজেকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াতে বেশ খুশি ব্লান্ডেল।

এ প্রসঙ্গে ব্লান্ডেল বলেন, ‘আমি মনে করি আমরা যদি এই সফরের সামনের দিকে তাকাই তাহলে এটি কঠিন একটি সিরিজ হতে চলেছে। একটি সফরের জন্য প্রস্তুত করার চেষ্টা এবং নিজেকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটি উপভোগ করছি। নিজের ভালোটা পেতে আমি মনে করি বাংলাদেশের চেয়ে ভালো জায়গা আর নেই।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে নিজেকে চ্যালেঞ্জ জানানোর জন্য। আপনি যদি এখানে ভালো করতে পারেন তাহলে বিশ্বের যেকোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারবেন এবং ভালোও করতে পারবেন। এটা দারুণ ব্যাপার।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড। ঢাকায় পা রেখে আপাতত তিনদিনের কোয়ারেন্টাইনে টম লাথামের দল। কোয়ারেন্টাইন শেষ হলে আগামীকাল থেকে অনুশীলনে নামবেন তাঁরা।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সিরিজের মতো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে হবে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ।