promotional_ad

অবসরের ঘোষণা দিলেন টেলর

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবসরের ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্র‍্যান্ডন টেলর। এর আগে তিন বছরের জন্য কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ২০১৫ বিশ্বকাপের পর জিম্বাবুয়ের জার্সি তুলে রেখেছিলেন তিনি।


যদিও জিম্বাবুয়ের ক্রিকেটের দুরবস্থায় ত্রাতা হয়ে আবারও দেশটির হয়ে খেলার জন্য রঙিন পোশাক গায়ে দিয়েছিলেন। এরপর দেশটির হয়ে অধিনায়কত্বও করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।


promotional_ad

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টিতে খেলা হয়নি টেলরের।


৫ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল এখন জিম্বাবুয়েতে। টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে জিম্বাবুয়ে।


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে ৩৮ রানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ রয়েছে জিম্বাবুয়ে দলের। সেই সঙ্গে টেলরের বিদায় রাঙানোরও দারুণ এক উপলক্ষ্য পেয়ে যাচ্ছে রোডেশিয়ানরা।


জিম্বাবুয়ের হয়ে ৩৪টি টেস্ট, ২০৪টি ওয়ানডে ও ৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেলর। টেস্টে ২ হাজার ৩২০, ওয়ানডেতে ৬ হাজার ৬৭৭ ও টি-টোয়েন্টিতে ৮৫৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।


চলতি বছর হারারেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন টেলর। আর শেষ টি-টোয়েন্টি খেলেছেন কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেই হতে চলেছে টেলরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball