promotional_ad

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ৩ পরিবর্তন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে চান রাহুল, খেলতে চান বিশ্বকাপেও

১৬ ঘন্টা আগে
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে লোকেশ রাহুল, আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্বে ঘোষিত মূল স্কোয়াডে থাকা আজম খান এবং মোহাম্মদ হাসনাইনকে বাদ দিয়ে সরফরাজ আহমেদ এবং হায়দার আলীকে অন্তভূক্ত করেছে তারা।


এ ছাড়া পূর্বের স্কোয়াডে ফখর জামান ছিলেন অতিরিক্ত ক্রিকেটার। তাকে নতুন ঘোষিত পাকিস্তানের মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাকে জায়গা দিতে গিয়ে মূল স্কোয়াডের ক্রিকেটার খুশদিল শাহকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রেখেছে পিসিবি।


promotional_ad

মূলত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনা করে সরফরাজ, হায়দার এবং ফখরকে পুনরায় ১৫ সদস্যের মূল দলে নেয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।


তিনি বলেন, 'জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে হায়দার আলি, সরফরাজ আহমেদ এবং ফখর জামানকে অন্তভূক্ত করার।'


পূর্বে ঘোষিত মূল স্কোয়াড থেকে বাদ পড়া আজম, হাসনাইন এবং খুশদিলের জন্যও সমবেদনা জানিয়েছেন ওয়াসিম। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে তারা বাদ পড়েছেন বলে পিসিবির পরিকল্পনা নেই এমনটি ভাবতেও নিষেধ করেছেন এই প্রধান নির্বাচক।


ওয়াসিম আরো বলেন, 'এটা অবশ্যই আজম, খুশদিল এবং হাসনাইনের জন্য খুবই কঠিন পরিস্থিতি কিন্তু তাদের ক্যারিয়ারে এখনো অনেক সুযোগ আসবে। তারা আমাদের ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে এবং তারা ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আশা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball