promotional_ad

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বিদেশী কোচ নিয়োগের ঘোষণা রমিজের

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

দায়িত্ব নেবার পর থেকেই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রমিজ রাজা। এবার দিলেন নতুন এক খবর। এখন থেকে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে বিদেশী কোচ নিয়োগ দিতে চান।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে পিসিবি। এই টুর্নামেন্ট শেষ হওয়ায় এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ১৫ সদস্যের দলে থাকা ক্রিকেটাররা।


promotional_ad

অথচ ঘরোয়া ক্রিকেটাররা এখণ কাটাবেন অবসর সময়। তার আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে লাহোরের একটি হোটেলে দেখা করেছেন রমিজ। সেখানে তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নিয়োগ পাবে বিদেশী কোচরা।


তিনি বলেন, 'আমি এখানে একজন ক্রিকেটার হিসেবে এসেছি, পিসিবি চেয়ারম্যান হিসেবে নয়। কোচিংয়ের মানের উন্নতি করা প্রয়োজন আর সে কারণেই আমরা ঘরোয়া ক্রিকেটে বিদেশী কোচ নিয়োগ দিতে চাই।'


একই সঙ্গে পিসিবি সভাপতি ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের হুশিয়ারীও দিয়ে রেখেছেন। যদি তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন তবে অবশ্যই দলে সুযোগ পাবেন। আর এ কারণেই সকলকে কষ্ট করারও পরামর্শ দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে রমিজ আরো বলেন, 'তোমরা যদি ক্রিকেটার হিসেবে ভালো করতে চাও তবে তোমাদের মন থেকে শট কাটের চিন্তা দূর করতে হবে। পারফর্মাররা অবশ্যই সুযোগ পাবে সুতরাং কষ্ট করতে থাকো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball