হোবার্ট টেস্ট খেলা হচ্ছে না রশিদদের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়াতে একটি টেস্ট খেলার কথা রয়েছে আফগানিস্তানের। ২৭ নভেম্বর হোবার্টে অনুষ্ঠেয় সেই টেস্ট ম্যাচটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি এমনটা নিশ্চিত করেছেন।
তালেবান সরকার আফগানিস্তানের নারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় সেই টেস্টটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিল সিএ।

হকলি বলেন, 'আমরা এই ম্যাচটি বাতিল করতে যাচ্ছি। অস্ট্রেলিয়ার সরকার কিছু ব্যাপারে আরও বেশি পরিষ্কার ধারণা পেতে চায়। আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কারভাবে জানিয়েছি। ক্রিকেট নারীদের জন্যেও। কিন্তু আফগানিস্তানে তা সমর্থন করা হয় না।'
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
কিছুদিন আগেই আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচটি আয়োজন করতে নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছিল সিএ। তখন এর কারণ হিসেবে নারীদের ক্রিকেটে তালেবান সরকারের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করেছিল তারা। এবারও একই কারণ উল্লেখ করল তারা।
যদিও সিএ'র পক্ষ থেকে এর আগে টেস্ট ম্যাচটি স্থগিত করলেও তা বাতিল করার ঘোষণা দেয়া হয়নি। সিরিজটি শেষপর্যন্ত বাতিলই করে দিয়েছে তারা। এই ব্যাপারে কিছুদিন আগেই ক্রিকেট তাসমানিয়ার প্রধান ডমিনিক বেকার মতামত দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘বিষয়টি মেনে নেয়া যায় না যে তারা মেয়েদের খেলাধুলার অনুমতি দেয় না। যদি তারা ছেলেদের প্রতিযোগিতামূলক খেলা খেলতে চায় বিশেষ করে ক্রিকেট, তারা মেয়েদের খেলা নিয়ে কী পদক্ষেপ নেবে তা পুনর্বিবেচনা করতে হবে। যদিও আমরা সিরিজটি সম্পূর্ণভাবে বাতিল করছি না।’