পাকিস্তানের বিপক্ষে ভারত কিছুটা এগিয়ে থাকবে: আজহার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কোচ হতে ৪ বিদেশি-২ দেশি কোচের আবেদন
১০ মে ২৫
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যা ক্রিকেটের বাইশ গজ ছাপিয়ে পৌঁছে যায় সমর্থকদের হৃদয়ে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দীর। আজহার মাহমুদ বলছেন, এই ম্যাচেও জমজমাট লড়াই হবে তবে কন্ডিশন বিবেচনায় কিছুটা এগিয়ে থাকবে ভারত।
গত এক মাস ধরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। যেখানে খেলেছেন ভারতের বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক ক্রিকেটার। একই কন্ডিশন আর উইকেটে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

আরব আমিরতে আগে থেকে অবস্থান করায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে ভারত এমনটাই মনে করেন পাকিস্তান বোলিং কোচ। আজহার বলেন, ‘সত্যি বলতে, ভারত এই ??্যাচে কিছুটা এগিয়ে থাকবে কারণ তাদের ক্রিকেটাররা আরব আমিরাতের কন্ডিশনে আইপিএল খেলেছে।’
তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই বাড়তি উত্তেজনা থাকে, যা খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করে। প্রত্যেকেই নিজেদের দিনে সেরা দল এবং ম্যাচ জেতার ক্ষমতা রাখে আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটাই হবে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। তাই নিজেদের দিনে যেকোনো দল এই সংস্করণে ম্যাচ জেতার সামর্থ রাখে। আজহার বলছেন, ভারত-পাকিস্তান ম্যাচেও যে দল চাপ সামলে সেরাটা দিতে পারবে তারাই জয় পাবে।
আজহার বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা সম্প্রতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের মতো প্রতিদ্বন্দীতাপূর্ণ আসরে খেলেছে। আমরা সবাই জানি, ভারত-পাকিস্তান ম্যাচে চাপ সামলে যারা নিজেদের সেরাটা খেলতে পারবে তারাই জিতবে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ব্যাটার বা বোলার এক ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।