promotional_ad

মালিকেই বাজি রাখছেন ওয়াসিম আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

১২ মার্চ ২৫
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিস গেইলের পর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে খেলবেন শোয়েব মালিক। মাস দুয়েক পরই ৪০ বছর বয়সে পা রাখবেন তিনি। বয়স বাড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিক কতটা আলো ছড়াতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসেও মালিক পাকিস্তানের জন্য জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম।


শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না মালিক। সুযোগ পাননি রিজার্ভ ক্রিকেটার হিসেবেও। পরবর্তীতে শোয়েব মাকসুদ চোটে পড়লে কপাল খুলে যায় মালিকের। এরপর অভিজ্ঞ ক্রিকেটার হওয়ায় অনেক জল্পনা-কল্পনা শেষে মালিককে দলে সংযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


promotional_ad

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিকের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল পাকিস্তান। তাছাড়া ২০০৯ সালের আসরে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কারণে মালিককে এগিয়ে রাখছেন আকরাম।


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে সে পাকিস্তানের জীবন রক্ষাকারী হয়ে উঠেছে। এমনকি এই বয়সেও সে এই ভূমিকা পালন করতে পারে, যখন আপনি ওর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন। সে দুর্দান্ত এবং অনুশীলনের ব্যাপারে বেশ মনোযোগী। ওকে এখনও বেশ প্রফুল্ল দেখায়, এর অর্থ সে এখনও উচ্চতর অবস্থানে থাকতে চায়।’


১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক হয় মালিকের। সে সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন ওয়াসিম। মালিককে ভালো বোলার ও ফিল্ডার হিসেবেই দলে নিয়েছিলেন তিনি।


মালিকের প্রশংসা করে সবশেষে ওয়াসিম বলেন, ‘১৯৯৯ সালে মালিক যখন পাকিস্তান দলে আসল সে সময়টার কথা আমার মনে আছে। সে তখন ১৬-১৭ বছর বয়সী হাড্ডিসার তরুণ ছিল। আমি প্রথমে ওকে একজন বোলার ও ফিল্ডার হিসেবে বেছে নিয়েছিলাম এবং আমি জানতামই না যে ও এত ভালো ব্যাট করে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball