টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২৪ এপ্রিল ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। যেখনে পাকিস্তান বোলিং ইউনিটের সেরা অস্ত্র হতে পারেন শাহিন আফ্রিদি। অন্যদিকে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন জাসপ্রতি বুমরাহ। এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে মোহাম্মদ আমির বলছেন, বুমরাহর সঙ্গে শাহিনকে তুলনা করাটাই বোকামি।
শাহিনের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০১৮ সালে। মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই দেশের অন্যতম সেরা বোলারের তকমা পেয়েছেন এই বাঁহাতি পেসার। ফিটনেস আর ক্রিকেট প্রতিভার বিচারে ২১ বছর বয়সী এই পেসারকে লম্বা রেসের ঘোড়া ভাবা হয়।

তিন সংস্করণের ক্রিকেটেই ভারতের পেস আক্রমণের নেতা বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ভারতের বোলিং ইউনিটের বড় ভরসার নাম হয়ে উঠেছেন এই পেসার।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১৮ ঘন্টা আগে
ভারতের জার্সিতে ৪৯ টি-টোয়েন্টি খেলা বুমরাহ অভিজ্ঞতার বিচারে শাহিনের চেয়ে ঢের এগিয়ে। আর এ কারণেই এই দুই পেসারকে এক সঙ্গে তুলনা করতে নারাজ আমির। তাঁর মতে বুমরাহ টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলার আর শাহিন পাকিস্তানিদের বোলারদের মধ্যে এই সময়ের সেরা।
আমির বলেন, ‘বুমরাহ এবং শাহিনকে এক সঙ্গে তুলনা করাটা বোকামি হবে কারণ শাহিন তরুণ একজন বোলার, সে এখনও শিখছে। বুমরাহ ভারতের ভালো পারফর্ম করছে। আমি মনে করি এই মুহুর্তে সে টি-টোয়েন্টির সেরা বোলার। বিশেষ করে ডেথ ওভারে।’
তিনি আরও বলেন, ‘শাহিন এই মুহুর্তে পাকিস্তানের সেরা বোলার। গত দেড় বছর ধরে সে দারুণ পারফর্ম করেছে। বুমরাহ নতুন বলে দুর্দান্ত বোলিং করে এবং তরুণদের মধ্যে নতুন বলে শাহিন সেরা।’