রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান
৮ জানুয়ারি ২৫
ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে স্পট লাইটে আছেন দুই অধিনায়ক বিরাট কোহলি ও বাবর আজম। যা মাঠের ক্রিকেটে বাড়তি চাপে রাখবে তাদের। তাই দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াইয়ে ট্রাম্প কার্ড হতে পারেন তুলনামূলক নির্ভার হয়ে মাঠে নামা রোহিত শর্মা এবং মোহাম্মদ রিজওয়ান, এমনটাই বিশ্বাস ইউনিস খানের।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন তিনি। অন্যদিকে অভিজ্ঞতা বেশ খানিকটা এগিয়ে রাখবে রোহিতকে।

ইউনিস বলেন, ‘বিরাট কোহলি এবং বাবর আজম যথাক্রমে ভারত ও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। কিন্তু আমি মনে করি রোহিত শর্মা এবং মোহাম্মদ রিজওয়ানও এই ম্যাচে উত্তাপ ছড়াবে।’
‘কাউকে সুযোগ দেয়া যাবে না যাতে আপনাকে দল থেকে বের করে দেয়’
১৩ ঘন্টা আগে
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘এই ম্যাচে দুই অধিনায়ক স্পটলাইটে থাকবে। তাই রোহিত এবং রিজওয়ান চাপমুক্ত হয়ে খেলতে পারবে এবং তাদের দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
ম্যাচে দুই দলেরই বড় শক্তির জায়গা পেস ইউনিট। যেখানে আছেন জসপ্রিত বুমরাহ, শাহিন আফ্রিদিদের মতো বিশ্বসেরা পেসাররা। তবে পাকিস্তানের জন্য বড় হুমকি হতে পারেন বুমরাহ।
ইউনিস বলেন, ‘পাকিস্তানের পেসাররা ভালো অবস্থানে আছে। ভারতের পেস ইউনিটও সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে। আলাদাভাবে বুমরাহর কথা বলতে হয়, গত কয়েক মাস ধরে সে অসাধারণ বোলিং করছে।’