promotional_ad

আসিফকে পাকিস্তানের ‘নতুন আফ্রিদি’ আখ্যা দিলেন আজমল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন

২০ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শহীদ আফ্রিদি

মারকুটে ব্যাটিংয়ের জন্য ক্যারিয়ারের সূচনালগ্ন থেকেই প্রশংসিত ছিলেন শহীদ আফ্রিদি। পাওয়ার হিটিং দিয়ে সেই সময় ক্রিকেট বিশ্বের জন্য নজর কেড়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা মেরে দলকে জেতানোর পর আসিফ আলিকে পাকিস্তানের নতুন আফ্রিদি হিসেবে আখ্যা দিয়েছেন সাঈদ আজমল।


আসিফকে বিশ্বকাপ দলে নেয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেলকে সমালোচনায় ভাসিয়েছিলেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। যদিও সমালোচকদের ভূল প্রমাণ করতে সময় নেননি আসিফ।


promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে শোয়েব মালিকের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটির গড়ার সঙ্গে দারুণ এক ক্যামিও ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে কোনঠাসা ম্যাচে ৭ বেল ২৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। 


ইনিংসের ১৮তম ওভারেও ম্যাচে ছিল আফগানিস্তান। ম্যাচ জিততে শেষ দুই ওভারে ২৪ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। এমন সময় করিম জানাতের ওভারে চারটি ছক্কা মেরে পাকিস্তানকে ৫ উইকেটে জয় এনে দেন আসিফ। এমন ক্যামিও ইনিংস খেলার পরই আসিফকে প্রশংসা ভাসিয়েছেন আজমল।


এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সময় আসিফ আলি শহীদ আফ্রিদি এবং আব্দুল রাজ্জাকের মতো ঝলক দেখিয়েছে। অনেকদিন পর শহীদ আফ্রিদির মতো করে কাউকে ছক্কা মারতে দেখেছি। সে সত্যিই ভালো খেলেছে। আমি আশা করি পরের ম্যাচগুলোতে সে এই ফর্ম বজায় রাখবে।’


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলাকালীন ছন্দে না থাকলেও তাঁর উপর আস্থা রেখেছিল ইসলামাবাদ ইউনাইটেড। আসিফের ওপর কেন আস্থা রেখেছিল ইসলামাবাদ সেটা খোলাসা করেছেন দলটির সহকারী কোচ আজমল। তিনি বলেন, ‘আমরা তাকে তার প্রতিভার ওপর ভিত্তি দলে নিয়েছিলাম। পঞ্চম পিএসএলে তার ফর্ম ভালো ছিল না কিন্ত আমরা তাকে সমর্থন করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball