‘আফগানিস্তানের কাছেও হারতে পারে ভারত’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব
১০ মার্চ ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচ জয়ের বিকল্প নেই বিরাট কোহলির দলের। এমন সমীকরণের সামনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও হারতে পারে ভারত, এমনটাই মনে করছেন শোয়েব আখতার।
ভারত টানা দুই ম্যাচে হারলেও আফগানিস্তান তিন ম্যাচ খেলে জিতেছে দুইটিতে। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় ব্যবধানের জয়ের পর নামিবিয়াকেও হারিয়েছে ৬২ রানে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ভারত ১০ উইকেটে হারলেও আফগানিস্তান লড়াই করেছিল শেষ পর্যন্ত।

শোয়েব বলেন, ‘আফগানিস্তান ম্যাচও তাদের জন্য দুর্ভাগ্যের হতে পারে। ভারত যদি নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে যেভাবেই হোক আফগানিস্তানের বিপক্ষে তাদের জিততে হবে।’
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ভারত-আফগানিস্তান ম্যাচে টস বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শোয়েব। আফগানিস্তান টস জিতে বোলিং করলে ভারত বিপদে পড়বে বলে মনে করেন তিনি। শোয়েব বলেন, ‘আমি মনে করি, আফগানিস্তান যদি টস জিতে বোলিং করে, তাহলে তা ভারতের জন্য অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’
ভারত তাদের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে আবুধাবিতে। যেখানে উইকেট কিছুটা ধীরগতির। শোয়েব মনে করেন, এই উইকেটে ১৭০ রান তাড়া করে জেতার মতো সামর্থ্য আফগানিস্তানের আছে। যে কারণ আফগানিস্তান ভারতকে ছেড়ে দেবে না।
শোয়েব বলেন, ‘ম্যাচটি আবুধাবিতে হবে। যেখানকার উইকেটে বল থেমে আসে। ভারত যদি ১৫০ থেকে ১৭০ রানও করে, তাও আফগানিস্তান তাদের ছেড়ে দেবে না। সাম্প্রতিক সময়ে ভারত বাজে সময়ের মধ্যে আছে।’