promotional_ad

ইমরুল-সাব্বিরকে বাংলাদেশ দলে চান মিসবাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’

৯ এপ্রিল ২৫
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই ইমরুল কায়েস ও সাব্বির রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা দেখে এই দুই ক্রিকেটারকে স্মরণ করেছেন মিসবাহ উল হক। এমন অবস্থায় ইমরুল ও সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই কোচ।


বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের ব্যাটাররা সেভাবে জ্বলে উঠতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। একমাত্র শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ ছাড়া আশানুরূপ সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। 


promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ৮৪ রানে। এদিন শেখ মেহেদির ব্যাট থেকে ২৭ এবং লিটন দাস করেছেন ২৪ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। বাংলাদেশের ব্যাটারদের এমন পরিস্থিতি দেখে সাব্বির ও ইমরুলকে দলে চেয়েছেন মিসবাহ।


এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই কোচ বলেন, ‘ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমার ভালো লাগত। ইমরুল বেশ ভালো ব্যাটিং করে। তাকে আবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। সাব্বির রহমানও বেশ মারকুটে ব্যাটার। যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সক্ষমতা আছে। ওয়ানডে ক্রিকেটেও সে ভালো ভালো খেলত। বাংলাদেশের এই দুইজন ব্যাটার বেশ ভালো।’


জাতীয় দলে নিয়মিত না হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না সাব্বির ও ইমরুল। পরিসংখ্যান বলছে, দেশের হয়ে সর্বশেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে তাদের পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। সাব্বির জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে।


২০১৮ সালে ভারতের বিপক্ষে ৭৭ রানের ইনিংস বাদ দিলে হাফ সেঞ্চুরি নেই একটিও। এক ম্যাচ বাদ দিয়ে বাকি ৮ ম্যাচের একটিতেও ৩০ রানের কোটা পেরোতে পারেননি। দুবার আউট হয়েছেন রানের খোতা খোলার আগেই। বাংলাদেশের হয়ে ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির।


৪৩ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৯৪৬ রান। ব্যাটিং গড় ২৪.৮৯ এবং স্ট্রাইকরেট ১২০.৮২। অর্ধশতক আছে চারটি অন্যদিকে ইমরুল দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১৪টি, সবশেষ ম্যাচটি ৪ বছর আগে ২০১৭ সালে। হাফ সেঞ্চুরি নেই একটিও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৩৬ রানের ইনিংস তার ক্যারিয়ার সেরা। ব্যাটিং গড় মাত্র ৯.১৫, স্ট্রাইকরেট ৮৮.৮১।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball