promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

রান খরচা করলেও নিকোলাস পুরান, রোস্ট চেজ ও শিমরোন হেটমায়ারকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি কমিয়ে দেন জস হ্যাজেলউড। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে, এমন সমীকরণের ম্যাচে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তাতে সেমিফাইনালের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল অ্যারন ফিঞ্চের দল।


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ার্নারের অপরাজিত ৮৯ ও মার্শের ৫৩ রানের সুবাদে জয় পায় অস্ট্রেলিয়া।


promotional_ad

জয়ের জন ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন ওয়ার্নার ও ফিঞ্চ। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা দুজন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন ফিঞ্চ। ডানহাতি এই ওপেনার করেছেন ১১ বলে ৯ রান। 


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

তিনে নামা মার্শকে নিয়ে অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন ওয়ার্নার। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। সময় যত বেড়েছে ততই আধিপত্য বিস্তার করে খেলেছেন ওয়ার্নার ও মার্শ। ১০.১ ওভারে দলীয় ১০০ রান পূরণ করেন এই দুই ব্যাটার। এর আগে অবশ্য ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। 


তাঁকে দারুণভাবে সঙ্গ দেয়া মার্শ হাফ সেঞ্চুরি করেছেন ২৮ বলে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর অবশ্য দীর্ঘস্থায়ী হতে পারেননি। ৫৩ রান করে ক্রিস গেইলের বলে ফিরলেও ততক্ষণে ওয়ার্নারকে সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়ার জয়ে ভিত গড়ে দেন ডানহাতি এই ব্যাটার।


মার্শ ৫৩ রান করে ফিরলেও ওয়ার্নার অপরাজিত ছিলেন ৮৯ রান করে। তাতে ৮ উইকেটের সহজ জয়ে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকল অজিদের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন গেইল ও আকিল হোসেন। 


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন অধিনায়ক কাইরন পোলার্ড। এ ছাড়া এভিন লুইস ২৯ ও হেটমায়ার করেছেন ২৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড চারটি উইকেট নিয়েছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball