promotional_ad

বাংলাদেশ সফর অস্ট্রেলিয়ার স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে: ল্যাঙ্গার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৬ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

প্রস্তুতিস্বরূপ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। যদিও সফর দুটিতে ভালো করতে পারেনি অজিরা। সিরিজ হারলেও সফর দুটি অস্ট্রেলিয়ার স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে বলে মনে করেন জাস্টিন ল্যাঙ্গার।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে বাংলাদেশে পা রেখেছিল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হারলেও বেশ কয়েকটা ম্যাচেই দারুণ প্রতিযোগিতা গড়ে তুলেছিল অ্যারন ফিঞ্চের দল। যদিও বাংলাদেশে এসে পাত্তাই পায়নি তারা। 


promotional_ad

বাংলাদেশে অবশ্য খানিকটা দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল অজিরা। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্লো এবং টার্নিং উইকেটে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বোলাররাও সেভাবে মেলে ধরতে পারেননি। 


সাকিব আল হাসান-নাসুম আহমেদের স্পিনের সঙ্গে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভালো দিক দেখছেন ল্যাঙ্গার। ক্রিকেটাররা কেন পারফর্ম করতে পারেনি সেটা উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এই প্রধান কোচ। 


ল্যাঙ্গার বলেন, ‘আমরা যেভাবে পারফর্ম করতে পছন্দ করি সেখানে (মিরপুরে) সেটি না হওয়ার কারণ ছিল। স্কোয়াডের ওপর আমাদের অনেক বিশ্বাস ছিল। আমাদের প্রস্তুতিতে বিশ্বাস ছিল। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর আমাদের স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে। যা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য ভালো।’


ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে ভালো করতে না পারলেও মূল দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে তারা। যেখানে অজিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball