promotional_ad

ওয়ার্নার অক্রিকেটীয় কারণে বাদ পড়েছেন: ব্র্যাড হাডিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়ার কারণ হিসেবে ডেভিড ওয়ার্নারের অফফর্মকেই দায়ী করছিলেন অনেকে। কিন্তু এই ব্যাপারে একমত নন ব্র্যাড হাডিন। অক্রিকেটীয় কারণেই একাদশে ওয়ার্নার নিজের জায়গা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন হায়দরাবাদের সহকারি কোচ।


বিগত কয়েক বছরে হায়দরাবাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম পারফরমার ছিলেন ওয়ার্নার। তবে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হঠাৎ ছন্দ হারান তিনি।


promotional_ad

অফফর্মের কারণে আইপিএলের প্রথম পর্বে হায়দরাবাদের অধিনায়কত্ব হারানোর পর সেখানকার একাদশ থেকেও বাদ পড়েন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পরবর্তীতে জানা যায়, সামনের আইপিএল থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেখাই যাবে না ওয়ার্নারকে।


সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন অজি এই ওপেনার। এরপরই নতুন করে খোঁজা হচ্ছে হায়দরাবাদ থেকে তাঁর এমন বিদায়ের কারণ। যদিও এই ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি ব্র্যাড হাডিন।


তিনি বলেছেন, 'আমি বলতে চাই এটা আসলে ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল না (হায়দরাবাদ থেকে ওয়ার্নারের বাদ পড়া)। সে অবশ্যই অফফর্মে ছিল না। সে খেলার মধ্যে ছিল না। তাদের লম্বা বিরতি ছিল। সে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশে যায় নি। সে নেটে ভালোই করছিল। কিন্তু অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি কোচিং স্টাফদের মধ্যেও।'


এবারের আইপিএলের প্রথম পর্বে দুটি হাফসেঞ্চুরি ও দুটি ত্রিশ পেরোনো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় পর্বে দুই ম্যাচে খারাপ করেই আশ্চর্যজনকভাবে একাদশ থেকে বাদ পড়েন তিনি।


হায়দরাবাদ থেকে এমন বিদায়ের পর জাতীয় দলে জ্বলে ওঠেন ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৮৯ রান করেন তিনি। ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball