promotional_ad

শাহীন আফ্রিদির ওপর অসন্তোষ আফ্রিদি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

ভারতকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। দারুণ সময় পার করলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হযেছিল পাকিস্তানকে। মূলত হাসান আলি শেষ দিকে ক্যাচ ছাড়লে শাহীন আফ্রিদির তিন বলে তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জেতান ম্যাথু ওয়েড। বাঁহাতি এই ব্যাটারের পছন্দের জায়গায় বারবার বল করায় শাহীন আফ্রিদির ওপর অসন্তোষ শহিদ আফ্রিদি।  


দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। ফাইনালে উঠতে শেষ ১০ বলে ২০ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। শাহীন আফ্রিদির বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা হাসানের হাতে ক্যাচ তুলে দেন ম্যাথু ওয়েড।


promotional_ad

তবুও সেই সুযোগ লুফে নিতে পারেননি হাসান। জীবন পেয়ে সেটা কাজে লাগাতে ভুল করেননি ওয়েড। আফ্রিদির পরের তিন বলে তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই সময় অফ স্টাম্পের বাইরে কিংবা ইয়র্কার লাইনে বল না করায় শাহীন আফ্রিদির সমালোচনা করেছেন সাবেক অলরাউন্ডার আফ্রিদি। 


এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমি শাহীন শাহ আফ্রিদির ওপর খুশি নই। কারণ হাসান আলী ক্যাচ ছেড়েছে মানে এই না পরের ওভারে তুমি তিনটা ছক্কা দেবে। তোমার গতি রয়েছে এবং অফ স্টাম্পের বাইরে, ইয়র্কার বল করার মতো যথেষ্ট জ্ঞান থাকা উচিত ছিল।’


পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘সে ওয়েডের পছন্দের জায়গায় বল করেছে। আমি বলব যে শাহীন শাহ আফ্রিদি খারাপ বোলিং করেছে। হ্যাঁ, ক্যাচটি ছিটকে গিয়েছিল কিন্তু এর মানে এই নয় যে আপনি হাল ছেড়ে দেবেন। আপনি ফিরেও আসতে পারতেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball