promotional_ad

বিশ্বকাপ জয়ের কৃতিত্ব ল্যাঙ্গারকে দিচ্ছেন ওয়াহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যে উচ্ছ্বসিত স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে কৃতিত্ব দিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।


২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সময় বল বিকৃতির কলঙ্কে পড়ে অস্ট্রেলিয়া। বল বিকৃতি করেন দলটির তখনকার ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।


promotional_ad

যেখানে ইন্ধন দিয়েছেন অস্ট্রেলিয়ার সেই দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই কেলেঙ্কারির পর বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয় স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে। চাপের মুখে পদত্যাগ করেন অস্ট্রেলিয়ার সেই দলের কোচ ড্যারেন লেহম্যান।


সেই বাজে মুহূর্তে কোচের দায়িত্ব নেন ল্যাঙ্গার। সেখান থেকেই শুরু হয় অস্ট্রেলিয়ার পুনঃজাগরণ। অস্থিতিশীল পরিস্থিতিতে কোচিংয়ের দায়িত্ব নিয়ে দলকে সর্বোচ্চ পর্যায়ের সাফল্য এনে দেয়ায় ল্যাঙ্গারের প্রশংসা করেন ওয়াহ।


ওয়াহ বলেন, ‘প্রতিনিয়ত তার (ল্যাঙ্গার) সঙ্গে আমার কথা হয় কিন্তু তিনি কখনও পদত্যাগ বা চ্যালেঞ্জ থেকে সরে যাওয়ার মতো কথা বলেননি। পুরো ক্যারিয়ার জুড়েই তিনি এমন ছিলেন।’


তিনি আরও বলেন, ‘আপনি আরও একবার দেখেছেন, যখন মনে করা হচ্ছিল তিনি বাজে সময়ের মধ্যে আছেন ঠিক তখনই ফিরে এসেছেন এবং সফল (টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়) হয়েছেন। এটাই তার স্বভাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball