promotional_ad

ভারত-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ চান রমিজ রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

বরাবরই ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়ে মাঠের ক্রিকেটের ওপর। যার ফলে গত কয়েক বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায়নি তাদের। নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনাও দেখছেন না রমিজ রাজা। তবে ভারতসহ ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি।


ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালাচ্ছে পিসিবি। গত কয়েক মাসে বিভিন্ন সময়ে রমিজের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। এ নিয়ে তিনি বোর্ড অন কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। তবে তাতে মন গলেনি সৌরভ গাঙ্গুলি-জয় শাহদের।


promotional_ad

বুধবার (১৭ নভেম্বর) পিসিবির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রমিজ বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কঠিন ব্যাপার। কিন্ত ত্রিদেশীয় সিরিজ করা যেতে পারে।’


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

১১ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

রমিজ পিসিবির দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ কিছু ইতিবাচক কাজ করছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রচেষ্টা। রমিজের ধারণা, রাজনৈতিক প্রভাবের কারণেই দুই দেশের ক্রিকেটে এই বৈরীতা বিরাজমান।


রমিজ বলেন, ‘কাজের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আমার সম্পর্ক ভালো। কীভাবে আমরা বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি এসব সহ আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি।’


তিনি আরও বলেন, ‘সাবেক ক্রিকেটাররা দায়িত্বে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ এবং কথা বলা সহজ হয়। এটি (দ্বিপাক্ষিক সিরিজ) সহজ হবে না। যতক্ষণ রাজনৈতিক প্রতিবন্ধকতা জড়িত থাকবে, ততক্ষণ কিছুই এগোবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball