promotional_ad

দুঃসময়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠনকে পাশে পাচ্ছেন পেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

যৌন হেনস্তার দায়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন টিম পেইন। চার বছর আগের সেই ঘটনার দায় স্বীকার করে অনুশোচনাও করেছেন সদ্য বিদায়ী এই অজি অধিনায়ক। তাঁর এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন (এসিএ)।


পেইনের অধিনায়কত্ব ছাড়ার খবরে শুক্রবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিএ জানায় , তাঁর প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে সংঘটনটির। এসিএ পেইনের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।


promotional_ad

এসিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেইনের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে এসিএ। আমরা দুঃখিত যে তিনি অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন অনুভব করেছেন। পেইন স্পষ্টতই একটি ভুল করেছে। এসিএ তার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।’


২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠান পেইন। অনৈতিক প্রস্তাবও দেন সেই নারীকে। সেই নারী তাতে সায় দেননি। সেই বছরই কর্মক্ষেত্রে ইস্তফা দেন নাম প্রকাশ না হওয়া সেই নারী।


এরপর ২০১৮ সালের জুনে সেই নারী ক্রিকেট তাসমানিয়ার এক কর্মকর্তার কাছে পেইনের নামে অভিযোগ করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া পুরো বিষয়টি ২০১৮ সালের মার্চ থেকেই জানত।


কেননা ক্রিকেট তাসমিনিয়া বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করে। তদন্তে সহায়তা করায় সেসময় অবশ্য পেইনকে কোনও শাস্তি দেয়নি সিএ। এতদিন পর এই ঘটনা প্রকাশ হয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। বিতর্কটি নাম পেয়ে গেছে 'সেক্সটিং স্ক্যান্ডাল'।


নিজের ভুল বুঝতে পেরেছেন অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের ভুলে অশ্রুসিক্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। অধিনায়কত্ব ছাড়লেও অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball