promotional_ad

বোলারদের ভার্চুয়াল মেশিন বানিয়ে দেয়া হচ্ছে, দাবি চ্যাপেলের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের সংস্করণ বদলেছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও বারবার সমালোচনা হয়েছে টি-টোয়েন্টিতে বোলার ও ব্যাটারদের বৈষম্য নীতি নিয়ে। যা নিয়ে বরাবরই সরব ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের দাবি, বোলারদের ভার্চুয়াল বোলিং মেশিন বানিয়ে দেয়া হয়েছে।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটে বাড়তি সুবিধা পেতে শুরু করেছে ব্যাটাররা। গত কয়েক বছরে টি-টোয়েন্টি কিংবা ৫০ ওভারের ক্রিকেটে বাউন্ডারির সীমানা ছোট হয়েছে, আউটফিল্ডও আগের চেয়ে খানিকটা দ্রুত গতির হয়েছে। 


promotional_ad

সেখান থেকে ফায়দা নিয়ে চার-ছক্কার মহড়ায় মেতেছেন ব্যাটাররা। যে কারণে বর্তমানে বোলারদেরকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ব্যাটার-বোলারদের মাঝের নিয়মের বৈষম্য নিয়ে চটেছেন চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের দাবি, এমন দ্বৈত নীতির কারণে ক্রিকেটের আসল প্রতিযোগিতাটা হারিয়ে যাচ্ছে। 


এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘এটা ঠিক আছে যে যখন কোনো ডেলিভারি ব্যাটের মাঝে লেগে স্ট্যান্ডে যায়। কিন্তু একজন বোলার রাগান্বিত হতেই পারে যদি কোনো বল মিস হিট হয়েও দড়ি পার হয়। অস্ট্রেলিয়ার বড় সীমানার মাঠে এই সমস্যা হয় না।’


অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমি নিশ্চিত নই ভালো ব্যাট এবং ছোটো বাউন্ডারির মিশেলে কোন প্রতিভাবান বের হয়ে আসবে। এটা বোলারদের ভার্চুয়াল বোলিং মেশিন বানিয়ে দিচ্ছে এবং বোলারদের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। ভালো বোলারদের ওপর গুরুতর প্রভাব ফেলছে এবং অবিলম্বে এটা সংশোধন করা উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball