promotional_ad

আয়নার পাশে চ্যাপেলের লেখা কলাম সাজিয়ে রাখতেন স্মিথ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

নিজের খারাপ সময়ে অনুপ্রেরণা পেতে প্রতিদিন ইয়ান চ্যাপেলের লেখা কলাম শৌচাগারের আয়নার পাশে সাজিয়ে রাখতেন স্টিভেন স্মিথ। সেই ঘটনার প্রায় বছর তিনেক পর এমন তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। 


ঘটনাটি ২০১৮ সালের।  দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। ডানহাতি এই ব্যাটার ছাড়াও নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। 


promotional_ad

এক বছর সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকায় হতাশ ছিলেন স্মিথ। নিজের খারাপ সময়ে অনুপ্রেরণা খুঁজে পেতে চ্যাপেলের লেখা কলাম নিজের শৌচাগারের আয়নার পাশে সাজিয়ে রাখতেন তিনি।


নিষেধাজ্ঞা থেকে ফিরে ২০১৯ অ্যাশেজে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন স্মিথ। এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি দেখা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। পুরো সিরিজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করেছিলেন তিনি। এজবাস্টনে সেঞ্চুরির পর সমালোচনার কথা ভেবেছিলেন সাবেক এই অধিনায়ক।


এ প্রসঙ্গে কোড স্পোর্টসের কলামে স্মিথ লিখেন, ‘আমার মনে আছে উদাহরণ হিসেবে, ইয়ান চ্যাপেল একটা কলাম লিখে বলেছিলেন এক বছর খেলা দূরে থাকায় আমি একই রকম ভালো থাকবো না। আমি এটা সংগ্রহ করে এনেছিলাম এবং আমার শৌচাগারের আয়নার পাশে আটকে রেখেছিলাম এবং প্রতিদিন সকালে ও রাতে যখন দাঁত ব্রাশ করতাম তখন এটা দেখতাম।’ 


অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘২০১৯ অ্যাশেজ সিরিজে এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে যখন সেঞ্চুরি করলাম করলাম তখন আমি মনে করলাম আমাকে এ নিয়ে এই ধরনের সমালোচনা করা হয়েছে। আমি এটি এখনও হারাইনি। এটা এখনও আছে। এটা খুবই ভালো অনুভূতি ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball