promotional_ad

অস্ট্রেলিয়ার জার্সিতে রান করতে পারলেই খুশি ল্যাবুশেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে তেমন আগ্রহ নেই মারনাস ল্যানুশেনের। ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন জার্সিতে রান করতে পারলেই সন্তুষ্ট অস্ট্রেলিয়ার এই বিশেষজ্ঞ টেস্ট ব্যাটার। তবে অধিনায়কত্ব পেলেও উপভোগ করবেন তিনি।


অ্যাশেজ সিরিজের আগে বিতর্কিত কান্ডে ক্রিকেট থেকে নিজেকে গুঁটিয়ে নেন নিয়মিত অধিনায়ক টিম পেইন। এরপর নেতৃত্বের দায়ভার আসে প্যাট কামিন্সের কাঁধে। সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন স্টিভ স্মিথ।


promotional_ad

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। সিরিজের আগে ল্যাবুশেনের কাছে জানতে চাওয়া হয় অধিনায়কত্ব নিয়ে ভাবনা আছে কিনা তার। জবাবে তিনি বলেন, 'আমি মনে করি, তারাই (কামিন্স ও স্মিথ) এই কাজের জন্য সঠিক ব্যক্তি। অধিনায়কত্ব বা সহ-অধিনায়কত্বের বিষয়গুলো এমন.. এটা আপনি খুঁজে নেবেন না।


'এগুলো এমন... যে এগুলোই আপনাকে খুঁজে নেবে। যদিও কখনো অধিনায়কত্বের সুযোগ আসে তাহলে অবশ্যই খুশি হবো। আর যদি না আসে তাহলেও খুশি হবো। কেননা অস্ট্রেলিয়ার হয়ে রান করতে পারলেই আমি খুশি।'


২০১৯ সালের অ্যাশেজ সিরিজে অভিষেক হয় ল্যাবুশেনের। এরপর ১৮ টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ ৬০.৮০ গড়ে রান তুলেছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে আরও এগিয়ে যেতে চান ডানহাতি এই ব্যাটার। এই প্রজন্মের সেরা ক্রিকেটারদের দেখে নিয়মিতই শিখছেন তিনি।


ল্যাবুশেন আরও বলেন, '২০১৯ সালে সুযোগ পেয়ে আমি অনেক ভাগ্যবান ছিলাম। এই প্রজন্মে আমি অনেক উদাহরণ দেখতে পাচ্ছি। (কেন) উইলিয়ামসন, স্মিথ, (জো) রুট, (ডেভিড) ওয়ার্নার, (বিরাট) কোহলি.. যারা ক্রমাগত রান করেই যাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball