promotional_ad

নিলামে তোলা হচ্ছে ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৫ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

নিলামে তোলা হচ্ছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের তিনশ হাঁকানো সেই ঐতিহাসিক ব্যাটটি। ১৯৯৯ সাল থেকে এই ব্যাটটি দ্যা ব্র্যাডম্যান মিউজিয়ামে প্রদর্শিত হলেও এবার তা নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।


'দ্যা উইলিয়াম সাইকেস এন্ড সন'-এর সেই ব্যাট দিয়ে ১৯৩৪ সালের অ্যাশেজ খেলেছিলেন ব্র্যাডম্যান। সেই সিরিজে তার ব্যাটে আসে ৭৫৮ রান। এর মাঝে হেডিংলিতে ৩০৪ ও দ্যা ওভালে ২৪৪ রানের ইনিংসও খেলেন ব্র্যাডম্যান।


promotional_ad

জাদুঘরের প্রধান নির্বাহী পরিচালক রিনা হোর বলেছেন, 'স্যার ডোনাল্ড এটা নিজের হাতেই লিখেছেন যে, তিনি এই ব্যাটের মাধ্যমে ঐতিহাসিক সেই সব ইনিংস খেলেছিলেন। নিঃসন্দেহে এটা অকাট্য এক দলিল!'


এর আগেও নিলামে উঠেছিল ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ। নিলাম অংশ নিয়ে সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে টুপিটি কিনেছিলেন এক ব্যবসায়ী। সেই টুপিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে প্রদর্শন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।


১৯০৮ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন ব্র্যাডম্যান। ১৯২৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ৫২টি টেস্টে মোট ছয় হাজার ৯৯৬ রান করেছিলেন এই অজি কিংবদন্তি। এর মাঝে ২৯টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি ছিল।


ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪! এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি। এমনকি এর ধারে কাছেও যেতে পারেননি। ১৯৪৮ সালে ১৮ আগস্ট নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন ব্র্যাডম্যান। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি প্রয়াত হন শতাব্দীর অন্যতম সেরা এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball